'ভয় পাচ্ছে তৃণমূল...ইভিএমেও হারাব, ব্যালটেও হারাব', হুঙ্কার দিলীপের

"নির্বাচন করলে তৃণমূল হেরে যাবে, তাই ভয় পাচ্ছে। ভয়ে নির্বাচন করছে না।"

Reported By: বিক্রম দাস | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Sep 4, 2020, 02:13 PM IST
'ভয় পাচ্ছে তৃণমূল...ইভিএমেও হারাব, ব্যালটেও হারাব', হুঙ্কার দিলীপের
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : এবার আর শুধু হুঁশিয়ারি নয়। একেবারে হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। 'ইভিএমেও হারাব। ব্যালটেও হারাব।' সাফ হুঙ্কার বিজেপি রাজ্য সভাপতির। রাজ্যজুড়ে আজ বিজেপি "গণতন্ত্র বাঁচাও" কর্মসূচি পালন করছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় চলছে বিজেপির ধরনা। ধরনায় বসেছেন বিজেপির কর্মী, সমর্থকরা। বহু জায়গায় আবার পুলিসের বিরুদ্ধে ধরনামঞ্চ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। সবমিলিয়ে একুশের বিধানসভা ভোটকে মাথায় রেখে উত্তেজনার পাদ চড়ছে।

এদিন বিজেপির এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ধরনায় অংশ নিয়েই তিনি একহাত নেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বলেন, "বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। বহু জায়গায় ধরনা মঞ্চ ভেঙে দিয়েছে পুলিস। গ্রেফতার করেছে। রাজ্যে কোনওরকম কোনও গণতন্ত্র নেই। নির্বাচন করলে তৃণমূল হেরে যাবে, তাই ভয় পাচ্ছে। ভয়ে নির্বাচন করছে না।" গত ১ বছর ধরে কেন কোনও নির্বাচন হয়নি? কেন ইভিএম-এ ভোটের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন করছে? এদিন সে প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ। এরপরই তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "ইভিএম-এও হারাব। ব্যালটেও হারাব।"

প্রসঙ্গত, বছর ঘুরলে ২০২১-এ বিধানসভা ভোট। উনিশের লোকসভা ভোটে বঙ্গে পায়ের তলায় জমি খানিকটা শক্ত করার পর এবার বিধানসভা জয়ের লক্ষ্য বিজেপির। লড়াইয়ে তৃণমূলকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গেরুয়া শিবির। সর্বশক্তি নিয়ে তাই ময়দানে ঝাঁপিয়েছে পদ্মব্রিগেড। অন্যদিকে জয় হাসিল করতে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলও। সবমিলিয়ে সময় যত গড়াচ্ছে বিধানসভা ভোটের পারদ ততই চড়ছে। 

আরও পড়ুন, ৫ মাস পর খুলল তারকেশ্বর মন্দির, যদিও গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ

.