অন্যান্য রাজ্য, কেন্দ্র ডিএ দেয় কীভাবে? DA মামলায় রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষ বলেন, 'সরকারের আর কোনও কাজ নেই। শুধু কোর্টে কোর্টে মুখ বাঁচাতে ঘুরে বেড়াচ্ছে। উন্নয়ন নেই, আইন শৃঙ্খলা নেই। চারিদিকে বোমা বন্দুক আর স্ক্যাম চলছে। টাকা নেই কেন? বাকি রাজ্য এবং কেন্দ্র ডিএ দেয় কিভাবে?'

Updated By: Nov 5, 2022, 04:11 PM IST
অন্যান্য রাজ্য, কেন্দ্র ডিএ দেয় কীভাবে? DA মামলায় রাজ্য সরকারের হলফনামা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
ফাইল ছবি

অয়ন ঘোষাল: ডিএ নিয়ে হাই কোর্টে পিটিশন দিয়েছে রাজ্যের। বর্ধিত হারে ডিএ দেওয়া সম্ভব নয় জানিয়েছে রাজ্য। সরকারের দাবি তাতে আর্থিক বিপর্যয় ঘটতে পারে। পিটিশনে রাজ্য সরকার জানায় হাইকোর্টের রায়ের বাস্তবায়ন সম্ভব নয়। তাহলে কেন্দ্রীয় হারে কি ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? আইনি লড়াই অব্যাহত। এর আগে, বকেয়া ডিএ-র দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বা স্যাটে মামলা করেছিলেন রাজ্য় সরকারি কর্মচারীরা। স্রেফ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নয়, রাজ্যের মুখ্যসচিবকে ৩ মাসের মধ্য়েই যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় স্যাট।

আরও পড়ুন, Primary TET: টেটের ফর্মে 'এডিট অপশন', আবেদনকারীদের জন্য বিশেষ ব্যবস্থা পর্ষদের

এদিন আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। হলফনামায় জানানো হয়েছে, 'আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়'। সপ্তম বেতন কমিশনের আওতায় ফের ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। ৩১ নয়, ৩৪ শতাংশ হারে এখন মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। যদিও এ বিষয়ে এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 'সরকারের আর কোনও কাজ নেই। শুধু কোর্টে কোর্টে মুখ বাঁচাতে ঘুরে বেড়াচ্ছে। উন্নয়ন নেই, আইন শৃঙ্খলা নেই। চারিদিকে বোমা বন্দুক আর স্ক্যাম চলছে। টাকা নেই কেন? বাকি রাজ্য এবং কেন্দ্র ডিএ দেয় কিভাবে? একই রেশিওতে সব রাজ্য টাকা পায়। এ রাজ্যে টাকা কোথায় যায়? সাড়ে ১৪ লক্ষ ভুয়ো জব কার্ডের ১৬০০ কোটি টাকা বছরে লুঠ হচ্ছে। ৬২ লক্ষ বাতিল রেশন কার্ডের রেশন লুঠ হচ্ছে। কত বড় পেট নেতাদের একবার ভাবুন।' 

পঞ্চায়েত ভোটে 'একসঙ্গে লড়া'র বার্তা দিয়েছেন অভিষেক। তাঁর নির্দেশ, 'পঞ্চায়েত ভোট স্বচ্ছভাবে করতে হবে। এখন থেকে ছোট ছোট  সভা করে প্রচার নেমে পড়ুন'। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, উনি তো চারটে জানেন। আর কত গোষ্ঠী আছে উনি জানেন কি? আগেই গোষ্ঠী কোন্দল ঠিক করুন। তারপর লড়াই হবে। ওরা ভাবছে টিকিট দিয়ে দিলে পুলিস জিতিয়ে দেবে। এবার এতো সহজ হবে না। এবার এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে হারাবে। 

আরও পড়ুন, Bankura TMC: তৃণমূলে পদ দেওয়ার নামে প্রতারণা! 'টাকা ফেরত চাই', পোস্টার পড়ল বাঁকুড়ায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.