Dilip Ghosh: পাপের ফলে শুদ্ধ সংস্কৃত বেরোয় না, গোটা বাংলার মানুষ মমতার উৎপাতের শিকার
মাতৃপক্ষের আগে পিতৃপক্ষের সময়কালে কীভাবে মুখ্যমন্ত্রী পুজো উদবোধন করলেন তা নিয়েই এখন তরজায় মুখর বিরোধীরা। এদিন নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সে কথাই ফের শোনা গেল দিলীপ ঘোষের গলায়।
অয়ন ঘোষাল: দেবীপক্ষের আগেই কলকাতায় একাধিক পুজো উদবোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। মাতৃপক্ষের আগে পিতৃপক্ষের সময়কালে কীভাবে মুখ্যমন্ত্রী পুজো উদবোধন করলেন তা নিয়েই এখন তরজায় মুখর বিরোধীরা। এদিন নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সে কথাই ফের শোনা গেল দিলীপ ঘোষের গলায়।
আরও পড়ুন, CBI: এজেসি বোস রোডে ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট সংস্থার অফিসে তল্লাশি সিবিআইয়ের, এল টাকা গোনার মেশিন
কী বলেছেন দিলীপ?
মমতার রেকর্ড পুজো উদবোধন নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, "এটার পিছনে সবকিছু কুক্ষিগত করে নেওয়ার মানসিকতা কাজ করে। তার পরিণাম, প্রশাসন বলে কিছু নেই। প্রশাসনের কোনো ক্ষমতা নেই। সব কিছু ভেঙে পড়েছে।গোটা রাজ্যের মানুষ এই উৎপাতের শিকার। গোটা রাজ্যকে কুক্ষিগত করে নেওয়ার এই মানসিকতার শিকার রাজ্যবাসী। এই ধরনের রাজনীতির চরম বিকৃত রূপ হলেন মদন মিত্ররা।"
প্রসঙ্গত, মহালয়ার দিন বাবুঘাটে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যদিও মদন মিত্রর দাবি, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষকে প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়েও জোর তরজা চলছে রাজ্যে। সোমবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দেন, জীবিত মানুষের তর্পণ হয় না। দল এসব বিষয়কে মান্যতা দেয় না। অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষও এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷
আরও পড়ুন, SSC Scam: মামার বয়ানে বিপাকে কল্যাণময়, পার্থর জামাইকে টানা জেরা ইডির