Dilip Ghosh: 'কামাও, খাও, মস্তি করো, খেলা, লীলাতে ভুলে থাকো', মমতার পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ দিলীপের

ইউনেসকো ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এটা নিয়ে যেভাবে দড়ি টানাটানি হচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয়। এতে রাজ্যের কি ভূমিকা ছিল? আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র না এগিয়ে এলে এটা কি আদৌ হত? সবাই জেনে গেছেন কার গবেষণার ফসল এটা।'

Updated By: Sep 24, 2022, 01:38 PM IST
Dilip Ghosh: 'কামাও, খাও, মস্তি করো, খেলা, লীলাতে ভুলে থাকো', মমতার পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ দিলীপের
ফাইল ছবি

অয়ন ঘোষাল:  মহালয়ার চারদিন আগেই শহরে বেশ কয়েকটি বড় পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমি, সল্টলেক, টালা পার্কে তাঁকে পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে। আর এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। UNESCO-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই ১ সেপ্টেম্বর শহরের বুকে বড় মিছিলে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্গপুজোর সময় কলকাতায় থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। তাঁরা ঘুরে দেখবেন দুর্গাপুজো। এদিন ইউনেসকো ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, 'এটা নিয়ে যেভাবে দড়ি টানাটানি হচ্ছে সেটা কাঙ্ক্ষিত নয়। এতে রাজ্যের কি ভূমিকা ছিল? আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র না এগিয়ে এলে এটা কি আদৌ হত? সবাই জেনে গেছেন কার গবেষণার ফসল এটা। আজ আমাদের মন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে আমার কথা হয়েছে। এতো বড় মহান ব্যাপারে এই তুচ্ছ রাজনীতির কোনো জায়গা নেই।'

আরও পড়ুন, Bengal Weather Update: পুজোর আগেই সুখবর, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

মহালয়ার আগে পুজো উদ্বোধন করেছেন মমতা। এই প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে। যারা শাস্ত্র বিশারদ, তারা জানেন, এটা উচিৎ নয়। এটা আমাদের সংস্কৃতিকে ক্ষতবিক্ষত করছে।'

তিনি আরও বলেন, 'এই সরকারের দুই নীতি। এক হল কামাও, খাও, মস্তি করো। দুই হল, মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। মূল সমস্যা থেকে দূরে থাকো। এই করতে গিয়ে ১২ বছর ধরে পশ্চিমবঙ্গ ঝাঝরা হয়ে গেছে। শুধু শিক্ষা দফতরে যদি এই মাপের দুর্নীতি হয়, তাহলে বাকি দফতরের অবস্থা বুঝে দেখুন। সেগুলি চাপা দেওয়ার জন্য এই প্রয়াস। লাভ হবে না। ১৩ তারিখের ক্ষোভের আগুন জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। ধর্মের কল বাতাসে নড়ে। শেষের শুরু হয়ে গেছে। মানুষ এবার বুঝে নেবে।'  

আরও পড়ুন, SSC Scam: এসএসসি দুর্নীতিকাণ্ডে 'মন্ত্রী' পার্থর বিরুদ্ধে বিস্ফোরক দাবি সুবীরেশের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.