Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছাড়াল ৩০ হাজার, চাঞ্চল্যকর তথ্য নজরদারি কমিটির রিপোর্টে

 রাজ্যের নির্দেশ থাকলেও কোনও বেসরকারি হাসপাতালে চালুই হয়নি ফিভার ক্লিনিক। সব সরকারি হাসপাতালেও চালু হয়নি ফিভার ক্লিনিক।   

Updated By: Oct 14, 2022, 06:47 PM IST
Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছাড়াল ৩০ হাজার, চাঞ্চল্যকর তথ্য নজরদারি কমিটির রিপোর্টে

মৈত্রেয়ী ভট্টাচার্য : রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০ হাজার। এক সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫,৩৬৯ জন। পজিটিভিটি রেট প্রায় ১২ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতিতে রাজ্যের নজরদারি কমিটির রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের বিভিন্ন হাসপাতালে ঘুরে এই রিপোর্ট তৈরি করেছে নজরদারি কমিটি। 

কী রয়েছে সেই রিপোর্টে? রিপোর্টে উল্লেখ, 

১। রাজ্যের নির্দেশ থাকলেও কোনও বেসরকারি হাসপাতালে চালুই হয়নি ফিভার ক্লিনিক। সব সরকারি হাসপাতালেও চালু হয়নি ফিভার ক্লিনিক। 

২। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা বেসরকারি হাসপাতালে থাকলেও, সরকারি হাসপাতালে তা অপ্রতুল। 

৩। অধিকাংশ সরকারি হাসপাতালেই ডেঙ্গি রোগীদের জন্য পৃথক বেডের ব্যবস্থা করা হয়নি এখনও। 

৪। বেশ কিছু সরকারি হাসপাতালে ডেঙ্গি রোগীর চিকিৎসা শুরু করতেই যথেষ্ট দেরি করা হচ্ছে।

৫। ডেঙ্গির চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফ্লুইড ম্যানেজমেন্ট। অধিকাংশ সরকারি হাসপাতালেই প্রয়োজনের থেকে তা অনেক কম। 

৬। জ্বরের হিস্ট্রি নেওয়া হচ্ছে না অধিকাংশ জায়গাতেই।

৭। অধিকাংশ সরকারি হাসপাতালেই ২৪ ঘণ্টার ল্যাব পরিষেবা চালু নেই।

৮। অধিকাংশ সরকারি এবং বেসরকারি হাসপাতালেই দিনে দুবার করে পিসিভি আর প্লেটলেটস কাউন্ট দেখা হচ্ছে না। দেওয়া হচ্ছে না দু' বার করে রাউন্ডও।

৯। ল্যাব রিপোর্টিংয়ে অত্যধিক দেরি করা হচ্ছে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, শুরুর দিকে রাজ্যে দাপট দেখাচ্ছিল ডেঙ্গ-৩ ভ্যারিয়্যান্ট। পরে সংক্রমণের হার বাড়ায় ডেঙ্গ-২-ও। সাধারণভাবে ডেঙ্গির ৪ রকমের সেরোটাইপ বা প্রজাতির দাপট-ই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়। কোন সেরোটাইপয়ের দাপট বেশি, তার উপর নির্ভর করে রাজ্যের সার্বিক ডেঙ্গি চিত্র। ডেঙ্গ-৩-এর প্রভাবে সাধারণত প্লেটলেট কমে (Platelet Count) গিয়ে রোগীর বিপদ দেখা দিয়ে থাকে। অন্যদিকে, ডেঙ্গির ডেঙ্গ-২ প্রজাতি রোগীর একাধিক অঙ্গে হানা দিয়ে শক সিন্ড্রোম ডেকে আনে।

ডেঙ্গির প্রধান কয়েকটি উপসর্গ (Dengue Symptoms):
১) ডেঙ্গির জ্বরে গলায় ব্যথা, জ্বালা আর সঙ্গে সর্দির সমস্যা থাকতে পারে।
২) সাধারণ ভাইরাল ফিভারের মতো ডেঙ্গি হলেও গা-হাত-পায়ে মারাত্মক যন্ত্রণা করে সঙ্গে মাথা ব্যথাও হতে থাকে।
৩) ডেঙ্গির জ্বরে শরীরে ব্যথা-বেদনার সঙ্গে সঙ্গে অনেকের চোখেও মারাত্মক ব্যথা করতে পারে।
৪) ডেঙ্গির জ্বরে অনেকের গা-হাত-পায়ে মারাত্মক ব্যথা হতে থাকে। এই জন্যই ডেঙ্গি জ্বরের আর এক নাম ‘ব্রেক বোন ফিভার’।
৫) ডেঙ্গির জ্বরের আর একটি উপসর্গ হল মারাত্মক পেটে ব্যথা আর গা বমি বমি ভাব বা বমি হওয়া। এর সঙ্গে পেট খারাপও হতে পারে।
৬) ডেঙ্গির জ্বরে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট দ্রুত কমে যেতে শুরু করে।
৭) ডেঙ্গির জ্বরে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হতে পারে।
৮) ডেঙ্গি হলে সারা গায়ে, ত্বকের উপর লালচে র‍্যাশ দেখা দেয়।
৯) ডেঙ্গির জ্বরে নাক, মাড়ি বা প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ হতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.