রাজ্যে উন্নয়ন স্তব্ধ, মন্তব্য দীপার

কলকাতায় এসেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সী। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর আজই প্রথম কলকাতায় এলেন তিনি। তাঁর অভিযোগ, নতুন সরকার আসার পর থেকেই থমকে রয়েছে রাজ্যের উন্নয়নের কাজ। একই সঙ্গে জানান, প্রয়োজনে ওই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলতে তিনি পিছপা হবেন না। 

Updated By: Nov 10, 2012, 03:36 PM IST

কলকাতায় এসেই ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সী। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর আজই প্রথম কলকাতায় এলেন তিনি। তাঁর অভিযোগ, নতুন সরকার আসার পর থেকেই থমকে রয়েছে রাজ্যের উন্নয়নের কাজ। একই সঙ্গে জানান, প্রয়োজনে ওই বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলতে তিনি পিছপা হবেন না। 
শাসক দলের অনেকেই অভিযোগ তুলেছেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কাজে বাধা দিতেই মন্ত্রী করা হয়েছে দীপা দাশমুন্সীর মতো নেতৃত্বকে। এই প্রসঙ্গে দীপার প্রত্যুত্তর, "উন্নয়নে বাধা দেওয়ার জন্য কেউ মন্ত্রী হন না।" নতুন সরকার আসার পর এরাজ্যে উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন দীপা।

.