দেবাঞ্জন কাণ্ডের জের! নীলবাতির অপব্যবহার রুখতে তৎপর পুলিস

এখনও পর্যন্ত ১৯১ গাড়ি থেকে খুলে নেওয়া হয়েছে নীলবাতি। বলা যায় নীলবাতির অপব্যবহার রুখতে পুলিসি অভিযান শুরু। 

Updated By: Jul 20, 2021, 03:09 PM IST
দেবাঞ্জন কাণ্ডের জের! নীলবাতির অপব্যবহার রুখতে তৎপর পুলিস
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দেবাঞ্জন কাণ্ডের পর তৎপর হয়েছে কলকাতা পুলিস। একের পর এক নীলবাতি ও লালবাতি লাগানো ভুয়ো আধিকারিকের সন্ধান যখন পাওয়া যাচ্ছে রাজ্যজুড়ে তখনই নীলবাতি অভিযান শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত ১৯১ গাড়ি থেকে খুলে নেওয়া হয়েছে নীলবাতি। বলা যায় নীলবাতির অপব্যবহার রুখতে পুলিসি অভিযান শুরু। কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান পুলিসের। 

সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে একের পর এক নীল বাতি লাগানো গাড়ি আটকানো হচ্ছে। কেন নীল বাতি লাগানো, তা খতিয়ে দেখছে পুলিস। কোনও সঠিক উত্তর না পেলেই খুলে দেওয়া হচ্ছে নীলবাতি। 

আরও পড়ুন, TMC-র ২১ জুলাইয়ের পাল্টা BJP-র শহিদ শ্রদ্ধাঞ্জলী, দিল্লি-কলকাতায় একযোগে বিক্ষোভ

প্রসঙ্গত, ভুয়ো আইএএস কাণ্ডের পরে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না লালবাজারের পুলিসকর্তারা। কড়াকড়ির হাত থেকে রেহাই পেলেন না বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকেরাও। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই লাল বাতি ব্যবহারের নিয়ন্ত্রণে রাজ্য পরিবহণ দফতর লালবাতি ও নীলবাতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ 

প্রসঙ্গত, ভুয়ো টিকা কাণ্ডে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের গ্রেফতারের পর রাজ্যে কত গাড়িতে লালবাতি এবং নীলবাতি লাগানো রয়েছে, তা নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে তথ্য তলব করে কলকাতা হাইকোর্ট। 

.