Debangshu Bhattacharya: : 'প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে.....'
দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকে নেই অভিষেক। সেদিন কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেবেন তিনি। সূত্রের খবর তেমনই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'টিম ইন্ডিয়ার সমন্বয় সাধনকারি দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে লম্বা লম্বা ল্যাজ নিয়ে.. আঁচড় কামড় চালিয়ে যেতে হবে আবারও কিছুদিন'! ফেসবুকে পোস্ট দিলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।
আরও পড়ুন: Mithun Chakraborty: 'সমাজকে যদি তছনছ করতে হয়, প্রথমেই শিক্ষাকে আঘাত করতে হয়'!
ঘটনাটি ঠিক কী? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। কবে? দিল্লিতে যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি বৈঠক, সেদিনই! ১৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সূত্রের খবর, নির্দিষ্ট দিনে কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেবেন অভিষেক। যাবেন না ইন্ডিয়া জোটের বৈঠকে!
FIRST meet of INDIA’s coordination comm is on 13th Sept in Delhi, where I'm a member. But, @dir_ed conveniently served me a notice just now to appear before thm on the VERY SAME DAY! One can't help but marvel at the TIMIDITY & VACUOSNESS of the 56-inch chest model. #FearofINDIA
— Abhishek Banerjee (@abhishekaitc) September 10, 2023
ইডি সমন পাঠিয়েছিল আগেও। তবে শেষবার যখন ডেকে পাঠানো হয়, তখন অবশ্য সিজি কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক। কেন? পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছিলেন তিনি।
এদিন ফেসবুকে পোস্টে দেবাংশু লেখেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘন্টার নোটিশে ডেকে পাঠানো হলো তাকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন; বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হলো তাকে! কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ......'
এর আগে, অভিষেককে কেন সমন পাঠানো হচ্ছে না? আদালতে প্রশ্নের মুখে পড়ে ইডি-সিবিআই। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্টও তলব করেছে আদালত। বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'ইডি রিপোর্ট দেখে জানতে পারলাম যে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একজন সাংসদ, এখনও লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও আছেন'। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাঁর প্রশ্ন, 'একই তথ্যে ভরা রিপোর্ট কেন বার বার দিচ্ছেন'? আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশে নির্দেশ দেওয়া হয় ইডি-সিবিআইকে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ইন্ডিয়া জোটের বৈঠকের দিনেই অভিষেককে ফের তলব ইডির!