এসএসকেএম-এ চিকিত্সায় গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যু
ফের সরকারি হাসপাতালে চিকিত্সায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার কাঠগড়ায় খোদ এসএসকেএম। বাড়ি তৈরির কাজ করতে গিয়ে গুরুতর আহত হন জয়দেব মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বারুইপুর হাসপাতালে।
ফের সরকারি হাসপাতালে চিকিত্সায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। এবার কাঠগড়ায় খোদ এসএসকেএম। বাড়ি তৈরির কাজ করতে গিয়ে গুরুতর আহত হন জয়দেব মিস্ত্রি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বারুইপুর হাসপাতালে।
পরে জয়দেববাবুকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যালে। কিন্তু চিকিত্সার অবনতি হতে থাকায় তাঁকে স্থানান্তর করা হয় এসএসকেএম-এ। জয়দেব মিস্ত্রির পরিবারের অভিযোগ, প্রায় ২ ঘণ্টা ধরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পড়ে থাকা সত্ত্বেও, কোনও চিকিত্সকই জয়দেববাবুকে পরীক্ষা করেননি। যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁর। বাড়ির একমাত্র রোজগেরে জয়দেব মিস্ত্রির পরিবার এখন দিশাহারা।