সাংবাদিক নিগ্রহের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল বিইএ
যাদবপুরে সাংবাদিকদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রডকাস্ট এডিটর অ্যাসোসিয়েশন (বিইএ)। গণমাধ্যমকে ভয় দেখাতেই এধরনের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছে বৈদ্যুতিন গণমাধ্যমের সঙ্গে নিযুক্তদের নিয়ে গঠিত সংস্থা বিইএ।
যাদবপুরে সাংবাদিকদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রডকাস্ট এডিটর অ্যাসোসিয়েশন (বিইএ)। গণমাধ্যমকে ভয় দেখাতেই এধরনের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছে বৈদ্যুতিন গণমাধ্যমের সঙ্গে নিযুক্তদের নিয়ে গঠিত সংস্থা বিইএ।
গতমাসের ২৮ তারিখ ধর্মঘটের ছবি তুলতে গিয়ে যাদবপুরে তৃণমূল কর্মীদের হাতে প্রহৃত হন সাংবাদিকরা। প্রহৃত হয় চব্বিশ ঘণ্টা। এই ঘটনাকে সাজানো ঘটনা বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণমাধ্যমের ওপর ক্ষমতার অপব্যবহারের বিষয়টিতেও উদ্বিগ্ন বিইএ। যাদবপুরের ঘটনা ছাড়াও কর্ণাটক এবং জম্মু-কাশ্মীর কাণ্ডেও উদ্বেগ প্রকাশ করেছে বিইএ।