কেন্দ্রীয় নীতির সমালোচনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

কেন্দ্রীয় সরকারের নয়া উদারনীতি দেশে সঙ্কট বাড়িয়ে তুলছে। সমাজতন্ত্রের ভবিষ্যত্‍ নিয়ে এক আলোচনা সভায় রবিবার এই অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের ক্ষমতায় পরিবর্তনের ১১ মাস পর দলকে আরও ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।

Updated By: Apr 22, 2012, 10:15 PM IST

কেন্দ্রীয় সরকারের নয়া উদারনীতি দেশে সঙ্কট বাড়িয়ে তুলছে। সমাজতন্ত্রের ভবিষ্যত্‍ নিয়ে এক  আলোচনা সভায় রবিবার এই অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের ক্ষমতায় পরিবর্তনের ১১ মাস পর দলকে আরও ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। একইসঙ্গে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, সোভিয়েতের পতন, চিন ও ল্যাটিন আমেরিকার বর্তমান অবস্থা বিচার করে নতুন শতাব্দীর সমাজতন্ত্র সম্পর্কে কোঝিকোড় পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
    ‍  
রবিবার, লেনিনের ১৪৩তম জন্মদিবস উপলক্ষ্যে সিপিআইএমের কলকাতা জেলা দফতরে `একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র` নিয়ে আলোচনার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই আলোচনা সভায় কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচনা করেন তিনি। জনগণের সঙ্গে দলের সম্পর্ক বাড়ানো ও গণ-আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সিপিআইএমের কোঝিকোড় পার্টি কংগ্রেসে সোভিয়েতের পতন ও চিনের সমাজতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চিন যে পুঁজিবাদের অনুশীলন করছে তা সারা বিশ্বের সমাজতন্ত্রের কাছেই একটা পরীক্ষা।

.