Basudeb Acaria: প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া

আজ, সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ বাম নেতা।

Updated By: Nov 13, 2023, 04:17 PM IST
Basudeb Acaria: প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। প্রয়াত সিপিএম নেতা, বাঁকুড়ার ন'বারের সাংসদ বাসুদেব আচারিয়া। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Mahua Moitra: বিতর্কে 'ব্রাত্য' নন, একেবারে জেলা সভাপতি! মহুয়ার 'ওজন' বাড়াল তৃণমূল

১৯৪২ সালের ১১ জন্ম পুরুলিয়ায় জন্ম বাসুদেবের। তখনও পড়াশোনা শেষ হয়নি। ছাত্র থাকাকালীনই বাম আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। অন্য়তম নেতা ছিলেন রেল শ্রমিক আন্দোলনেরও। আজ, সোমবার দুপুরে তেলঙ্গানার হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ বাম নেতা।

 

 

১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন বাসুদেব। ২০১৪ সাল পর্যন্ত ওই কেন্দ্রেরই সাংসদ ছিলেন তিনি। সেবছর লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের কাছে হেরে যান।

আরও পড়ুন:  Malbazar: হাতি তাড়াতে গিয়ে দাঁতালের আক্রমণে মৃত্যু যুবকের, আহত আরও একজন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.