MD Selim: 'স্টিরিওটাইপ ভাঙতেই' পাঞ্জাবি ছেড়ে ট্রেন্ডি কালো টি-শার্টে সেলিম

এর আগে ভারত জোড়ো যাত্রায় কালো টি-শার্টে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। যদিও বাংলার রাজনীতিতে পোশাকে বিপ্লব এনেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাসুলভ সাদা পোশাককে পিছনে ফেলে তিনি বেছে নেন স্মার্ট কালো টি।

Updated By: Oct 31, 2023, 12:16 AM IST
MD Selim: 'স্টিরিওটাইপ ভাঙতেই' পাঞ্জাবি ছেড়ে ট্রেন্ডি কালো টি-শার্টে সেলিম
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক কর্মসূচিতে মূলত সাদা পোশাকেই দেখা যায় তাঁকে। কিন্তু এদিন প্রকাশ্য জনসভায় তাঁর পোশাক সকলকে চমকে দিয়েছে। তিনি বাম নেতা মহম্মদ সেলিম। রেশন দুর্নীতির প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে সামিল বাম-কংগ্রেস। সেখানেই কালো টি-শার্টে বক্তব্য রাখতে দেখা গেল তাঁকে। সাদা পোশাকেই যেখানে সাধারণ মানুষের মধ্যে যেতে পছন্দ করেন দেশের নেতা-মন্ত্রীরা। সেই ট্রেন্ডে বাংলায় বদল কিছুটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সেই জুতোয় নাকি পা গলালেন সেলিম! 

আরও পড়ুন, Leaps And Bounds | Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রীর বাড়িতে ৪ জনের মিটিং', লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্কে মমতাকে জড়িয়ে বিস্ফোরক শুভেন্দু!

সিপিএমের রাজ্য সম্পাদকের অবশ্য বক্তব্য, এয়ারপোর্ট থেকেই সোজা জনসভায় চলে এসেছেন তিনি। সে কারণেই টি-শার্ট বদলানো হয়নি। গত কয়েক বছরে পাজামা-পাঞ্জাবিতেই সেলিমকে দেখা গিয়েছে। তারই মধ্যে সোমবার ট্রেন্ডি কালো টি-শার্টে তিনি। সেলিম কথায়, 'স্টিরিওটাইপ ভাঙতে হয়।' তিনি আরও বলেন, 'পাজামা-পাঞ্জাবি প্রিয় কিন্তু সংসদ ছাড়া এয়ারপোর্ট কিংবা স্টেশনে তা পরি না। কারণ লোকে সাদা পাজামা দেখলেই নেতা ভাবেন।'

যেখানে তিনি সাধারণ কাজে যাচ্ছেন সেসব জায়গায় সাধারণের মতো যেতেই স্বচ্ছন্দ্য তিনি। তবে সেলিমের পাজামা-পাঞ্জাবি পরার পেছনেও ইতিহাস রয়েছে। সেকথাও নিজেই জানালেন বাম নেতা। সেলিম জানান,  ৯০-এর দশকের শুরুর দিকে সংসদে যেতেন হাওয়াই শার্ট পরে। গান্ধীবাদী হিসাবে পরিচিত বিশ্বম্ভর নাথ পাণ্ডে কুর্তা-পাজামা পরার পরামর্শ দেন। একখানা খাদিও উপহার দিয়েছিলেন। তারপর আস্তে আস্তে তাতেই অভ্যস্ত হয়ে পড়েন তিনি। এমনকী ৯৭-এ রাজনীতিকদের পোশাক নিয়ে সংসদে বক্তব্যও রেখেছিলেন মহম্মদ সেলিম। 

এর আগে ভারত জোড়ো যাত্রায় কালো টি-শার্টে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। যদিও বাংলার রাজনীতিতে পোশাকে বিপ্লব এনেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাসুলভ সাদা পোশাককে পিছনে ফেলে তিনি বেছে নেন স্মার্ট কালো টি। যদিও রাহুলকে কালো-সাদা রঙের পোশাকেই কম-বেশি দেখা যায়। একসময় অশুভ বলে মনে করা হলেও কালো পোশাককে আজকাল বেশ আপন করে নিয়েছেন রাজনৈতিক নেতারা। 

কিন্তু কেন নেতা-মন্ত্রীরা সাদা পোশাকের পাঞ্জাবি পাজামা শাড়ি পরেন? এই প্রশ্নের উত্তর আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে। সেই সময় মহাত্মা গান্ধী যখন স্বদেশীর স্লোগান দিয়েছিলেন, তখন মানুষ বিদেশি কাপড় আগুন ধরিয়ে দেয়। এরপর গান্ধীজি জনগণকে স্বদেশীয় খাদি কাপড় পরতে উদ্বুদ্ধ করেন। স্বনির্ভরতার প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী এই ব্যাপারটি সবার মনে গাঁথার চেষ্টা করেছিলেন। সেই সময় খাদি থেকে তৈরি পোশাক সাদা রঙের হত। ধীরে ধীরে সবাই সাদা রঙের পোশাক ব্যবহার শুরু করেন।

আরও পড়ুন, Primary TET: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, ফের সিবিআইয়ের জেরার মুখে পর্ষদ সভাপতি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.