Anubrata Mandal: নিজাম প্যালেস নাকি এসএসকেএম, কোথায় যাবেন অনুব্রত?
অনুব্রতর চিঠির কড়া জবাব সিবিআই এর। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজির হতেই হবে এবং সেটা সোমবারই। এসএসকেএমে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে যেতে হবে অনুব্রত মন্ডলকে। সূত্রের খবর তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ একান্তই হাজিরা অথবা তলব এড়িয়ে গেলেও কাল হাজিরার জন্য ফের তলব পাঠানো হতে পারে অনুব্রতকে। এমনটাই এখনও পর্যন্ত সিবিআই সূত্রের খবর।
অয়ন ঘোষাল: নিজাম নয়, এস এস কে এমের দিকেই পাল্লা ভারী অনুব্রতর। গরু পাচার মামলায় সোমবার হাজিরা দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, সোমবার নিজাম প্যালেসে যাচ্ছেন না অনুব্রত। ইমেল মারফৎ তা তিনি জানিয়েও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। যদিও রবিবার সন্ধ্যায় তাঁর আইনজীবী এই বিষয়ে স্পষ্ট করে কোনও জবাব দেননি। তবে রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন বীরভূমের ‘কেষ্ট’। সোমবার যদি তিনি নিজাম প্যালেসে না যান, তা হলে কলকাতায় কেন এসেছেন তিনি? সূত্রের খবর, শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে যেতে পারেন। বেলা ১২টা নাগাদ বোর্ড বসার কথা এসএসকেএমে। সেক্ষেত্রে সোমবার ১১টা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোবেন তিনি।।
অনুব্রতর চিঠির কড়া জবাব সিবিআই এর। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজির হতেই হবে এবং সেটা সোমবারই। এসএসকেএমে চিকিৎসার পরে হলেও নিজাম প্যালেসে যেতে হবে অনুব্রত মন্ডলকে। সূত্রের খবর তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ একান্তই হাজিরা অথবা তলব এড়িয়ে গেলেও কাল হাজিরার জন্য ফের তলব পাঠানো হতে পারে অনুব্রতকে। এমনটাই এখনও পর্যন্ত সিবিআই সূত্রের খবর।
আজ সকাল ১১তা অথবা ১১টা৩০মিনিট নাগাদ পিজি যেতে পারেন অনুব্রত। তাঁর পূর্ব নির্ধারিত চেকআপের ডেট আছে আজ এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী। যে মেডিক্যাল টিম তাঁকে দেখত, তাঁদেরই আজও চেকআপ করার কথা। যদিও এখনও উডবার্নে কোনও ঘর আলাদা করে বুক করা হয়নি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর আসা নিশ্চিত হলে তখন চেকআপের জন্য একটি রুম অ্যালোকেট করা হবে।
সোমবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের। কিন্তু হাজিরার আগেই চিঠি দেন তিনি। অনুব্রত মণ্ডল সিবিআইকে মেল করে জানান যে তিনি অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে এবং সেই কারনে তাঁকে যেন আরও কিছুটা সময় দেওয়া হয়। সূত্রের খবর আজ বেলা বারোটায় এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড এর মুখোমুখি হবেন অনুব্রত।
এর পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই গোরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। এর পাশাপাশি সিবিআই টানা ১০ ঘণ্টা জেরা করেছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী বীরভূমের টুলু মণ্ডলকে। একই সঙ্গে তল্লাশি চালানো হয় বীরভূমে তৃণমূলের পূর্ত কর্মাধক্ষ্য কেরিম খান ও তার সহযোগী জিয়াউল হক সেখের বাড়িতে। এদের বাড়ি থেকেও বিপুল পরিমাণে জমির দলিল সহ কিছু দামী গাড়ির কাগজপত্র, ৪০টির বেশি ডাম্পারের নথি, বেশকিছু একাউন্টের তথ্য পাওয়া গিয়েছে। একই সঙ্গে টাকার লেনদেনের কিছু নথি এবং বেশকিছু নগদ টাকাও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনে জমি,সম্পত্তি, নগদ মিলিয়ে সায়গল প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান সায়গলের মাধ্যমেই গোরু পাচারের টাকার লেনদেন করা হতো।