Cow Smuggling: কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট

গতকাল জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফের সাসপেনডেড কমান্ডান্ট সতীশ কুমারকে তলব করে ইডি

Updated By: Apr 23, 2022, 01:56 PM IST
Cow Smuggling: কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট

নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকাণ্ডে নাম জড়িয়েছিল বিএসএফ আধিকারিক সতীশ কুমারের। বিএসএফ-এর সেই কমান্ডান্টকে গ্রেফতার করল ইডি।

গতকাল জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফের সাসপেনডেড কমান্ডান্ট সতীশ কুমারকে তলব করে ইডি। প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সতীশ কুমারকে। সূত্রে  খবর ওই ম্য়ারাথন জেরার পরও সতীশ কুমারের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তারপরই তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ গরু পাচারকারীদের কাছে থেকে ১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন বিএসএফের ওই আধিকারিক।

গরু পাচারের টাকা কোথায় গিয়েছে, কারা ওই পাচারের বিপুল টাকা নিয়েছে তা খুঁজে দেখছে ইডি। সেটা করতে গিয়েই বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডির হাতে এসেছে। তাতেই শেষপর্যন্ত গ্রেফতার হয়েছেন সতীশ কুমার। এর আগে সিবিআই গরু পাচারের তদন্তে এই সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই। গরু পাচারের টাকা কাদের কাছে গিয়েছে তা জানতে সতীশ কুমারকে গ্রেফতারের প্রয়োজন ছিল বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন-দিল্লি চতুর্থ ঢেউয়ের ধাক্কা? একদিনে হাজার পেরলো সংক্রমণ, বাড়ছে পজিটিভিটি রেট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.