সাঁইবাড়ি কমিশন মানছে না হাইকোর্ট
সাঁইবাড়ির ঘটনায় কমিশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশন গঠনের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। আপত্তি জানায় রাজ্য সরকার। সেই আপত্তি খারিজ করে দিয়ে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুজোর ছুটির পর এ নিয়ে ফের শুনানি হবে।
সাঁইবাড়ির ঘটনায় কমিশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কমিশন গঠনের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। আপত্তি জানায় রাজ্য সরকার। সেই আপত্তি খারিজ করে দিয়ে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুজোর ছুটির পর এ নিয়ে ফের শুনানি হবে।
ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক কমিশন গঠন করে পুরনো মামলার তদন্তের নির্দেশ দেয়। রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের কমিশন গঠন করা হয়। সাঁইবাড়ির ঘটনার পুনর্তদন্তের জন্যও একই রকম ভাবে কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। কমিশন গঠন করা হয়েছিল একুশে জুলাইয়ের ঘটনার তদন্তের জন্যও। কিন্তু তারপর আদালতে উপযুক্ত নথি-প্রমাণ পেশ করতে পারেনি রাজ্য সরকার। ফলে ধাক্কা খেয়েছিল ওই কমিশন। সাঁইবাড়ির ঘটনাতেও যাঁদের বিরুদ্ধে কমিশন গঠন করা হয়, হাইকোর্টে আবেদন জানিয়ে তাঁরা বলেন, বহু আগেই আদালতে বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। তাই এতদিন পর আবার কমিশনের তদন্তের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা।
ওই আবেদনের ভিত্তিতেই শুক্রবার সাঁইবাড়ির ঘটনায় কমিশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে কমিশন গঠনের বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতে যে আবেদন হয়েছিল, রাজ্যের পক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিয়ে এ দিন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কেন সাঁইবাড়ি কমিশন খারিজ করে দেওয়া হবে না, হলফনামায় সে কথাও জানতে চেয়েছে আদালত। ফলে আরও একবার কমিশন গঠন করে তদন্ত চালু করার রাজ্য সরকারের প্রচেষ্টা ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।