কংগ্রেস-তৃণমূল শরিকি দ্বন্দ তুঙ্গে

জোট সরকার ছয় মাস চলার পরই শরিকি দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে চাপানউতোর শুরু হল। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হুমকি, পাল্টা হুমকি দিয়েছে।

Updated By: Nov 18, 2011, 12:52 PM IST

জোট সরকার ছয় মাস চলার পরই শরিকি দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে চাপানউতোর শুরু হল। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হুমকি, পাল্টা হুমকি দিয়েছে। শুক্রবার কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মিছিল করেছে কংগ্রেস। এই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট শরিক কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বক্তব্য, তৃণমূল না সিপিআইএম, কার সঙ্গে থাকবে তা ঠিক করুক কংগ্রেস। পাল্টা হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূরও বলেছেন, সন্ত্রাস বন্ধ না হলে ফের পথে নামবে কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপা দাসমুন্সি বলেছেন, দলের নেতা কর্মীরা আক্রান্ত হলে কংগ্রেস কর্মীরা আন্দোলনে নামবেই, হুমকি দিয়ে তা বন্ধ করা যাবে না। তাঁর অভিযোগ, আগে যাদের হাতে আক্রান্ত হত কংগ্রেস, এখন তাঁরাই তৃণমূলের পতাকা নিয়ে হামলা চালাচ্ছে।

.