পুরভোটের `একক` সাফল্যে পঞ্চায়েত পরিকল্পনা কংগ্রেসের
পুরভোটের সাফল্যকে রসদ করে পঞ্চায়েত ভোটে একক ভাবে লড়াই করার প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের তরফে এই মর্মে এআইসিসির কাছে একটি রিপোর্টও পাঠানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের দাবি, পুরভোটে একক ভাবে লড়াই করে লাভবান হয়েছে কংগ্রেসই।
পুরভোটের সাফল্যকে রসদ করে পঞ্চায়েত ভোটে একক ভাবে লড়াই করার প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের তরফে এই মর্মে এআইসিসির কাছে একটি রিপোর্টও পাঠানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের দাবি, পুরভোটে একক ভাবে লড়াই করে লাভবান হয়েছে কংগ্রেসই।
জোট ভেঙে পুরভোটে একক লড়ায়ের সিদ্ধান্ত ছিল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট। প্রদেশ কংগ্রেস সভাপতির মতে, একক লড়াই করে লাভবান হয়েছে কংগ্রেস। একদিকে যেমন কুপার্স ক্যাম্পে নিজেদের শক্তি ধরে রাখতে পেরেছে কংগ্রেস। তেমনি বেশ কয়েকটি জায়গায় দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছে কংগ্রেস। পুরভোটের এই সাফল্য অক্সিজেন জুগিয়েছে দলে।
তাহলে কি পঞ্চায়েত নির্বাচনেও একা লড়াইয়ের পথে কংগ্রেস? প্রদীপবাবু বুঝিয়ে দিয়েছেন, সেই পথেই হাঁটতে চান তাঁরা।
পুরনির্বাচনে জোট ভেঙে লড়াই করার পর বার বারই তৃণমূলের রোষের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। অপহরণ, প্রার্থীদের হুমকি অনেক ঘটনাই ঘটেছে। এরই মধ্যে তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের কুপার্স জয়। আর এই ঘটনাতেই রীতিমতো উত্সাহিত গোটা কংগ্রেস শিবির।
দিল্লি গিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। পুরভোটের ফলাফল, কোন পরিস্থিতিতে তাদের লড়াই করতে হচ্ছে সবটাই থাকছে রিপোর্টে। সঙ্গে পঞ্চায়েত ভোটে একক লড়াইয়ের আর্জি।