এসএসসি টেট নিয়ে প্রদেশ কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে, হল ১০ হাজার টাকা জরিমানা, অন্যদিকে এসএসসি উত্তীর্ণরা কাউন্সিলিংয়ের দাবিতে অনশনে বসলেন
এসএসসি টেট নিয়ে প্রদেশ কংগ্রেসের করা মামলা খারিজ করল হাইকোর্ট। পাশাপাশি মামলায় ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল টেট নিয়ে কোনও তথ্যই দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে লঙ্ঘিত হচ্ছে তথ্য আইন। কিন্তু দেখা যায় রাজ্য সরকার পূর্বেই জানিয়েছে যে এই সংক্রান্ত মামলায় সঠিক ভাবে দরখাস্তই করা হয়নি। এরপরই সবদিক খতিয়ে দেখে মামলা খারিজ করে দেয় আদালত।
এসএসসি টেট নিয়ে প্রদেশ কংগ্রেসের করা মামলা খারিজ করল হাইকোর্ট। পাশাপাশি মামলায় ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল টেট নিয়ে কোনও তথ্যই দিচ্ছে না রাজ্য সরকার। যার ফলে লঙ্ঘিত হচ্ছে তথ্য আইন। কিন্তু দেখা যায় রাজ্য সরকার পূর্বেই জানিয়েছে যে এই সংক্রান্ত মামলায় সঠিক ভাবে দরখাস্তই করা হয়নি। এরপরই সবদিক খতিয়ে দেখে মামলা খারিজ করে দেয় আদালত।
অবিলম্বে কাউন্সিলিংয়ের দাবিতে আমরণ অনশন শুরু করলেন গতবারের এসএসসি উত্তীর্ণ প্রার্থীরা। সল্টলেকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশনে বসেছেন তাঁরা। গতবারের এসএসসির চূড়ান্ত মেধা তালিকায় নাম থাকা সত্বেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ অনশনকারীদের। শূণ্যপদ থাকার পরও কেন চতুর্থ কাউন্সিলিং করা হচ্ছে না, সেই দাবিও জানিয়েছেন তাঁরা। এব্যাপারে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। কিন্তু ইতিমধ্যেই এসএসসির নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।