আমন্ত্রণ পত্র পেলেও শপথগ্রহণে থাকছে না কংগ্রেসের কোনও কেন্দ্রীয় নেতৃত্ব
আমন্ত্রণ পত্র পেলেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণে থাকছে না কংগ্রেসের কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক উপলক্ষে আজ শহরে আসছেন AICC-র দুই প্রতিনিধি সিপি যোশি এবং অম্বিকা সোনি। ধারনা হয়েছিল যে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই তাঁরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। তবে রাতে প্রদেশ নেতৃত্বে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্য নেতৃত্বের পাশাপাশি AICC-র নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণে থাকছেন না। ফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে আক্রান্ত বিরোধী দলের নেতা কর্মীরা। তার প্রতিবাদেই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের।
ওয়েব ডেস্ক: আমন্ত্রণ পত্র পেলেও আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণে থাকছে না কংগ্রেসের কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক উপলক্ষে আজ শহরে আসছেন AICC-র দুই প্রতিনিধি সিপি যোশি এবং অম্বিকা সোনি। ধারনা হয়েছিল যে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পরই তাঁরা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। তবে রাতে প্রদেশ নেতৃত্বে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্য নেতৃত্বের পাশাপাশি AICC-র নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণে থাকছেন না। ফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে আক্রান্ত বিরোধী দলের নেতা কর্মীরা। তার প্রতিবাদেই শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের।