রাজ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করছে কমিশন

রাজ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত রাজ্য সফরে আসার আগেই এই নিয়োগ হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার সঙ্গেই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সামলাবেন তিনি।

Updated By: Apr 1, 2014, 09:26 PM IST

রাজ্যে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত রাজ্য সফরে আসার আগেই এই নিয়োগ হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার সঙ্গেই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব সামলাবেন তিনি।

সম্ভবত রাজেশ পাণ্ডেকে ওই পদে আনা হচ্ছে। রাজেশ পাণ্ডে বর্তমানে রাজ্যের ক্রীড়া সচিব। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নানা অভিযোগ পাওয়ার পরও তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুখ্য নির্বাচনী আধিকারিককে। সেকারণেই হয়ত অতিরিক্ত সিইওকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে কমিশন।

এদিকে, হাবরার পর হাওড়ায় তৃণমূলের রোষের মুখে পড়েন নির্বাচন কমিশনের কর্মী। মধ্য হাওড়ার কাসুন্দিয়ায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন খুলতে গিয়ে হেনস্থার শিকার হলেন নির্বাচন কমিশনের হাওড়ার এক কর্মী। তাঁর নাম সৌমেন আচার্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজ কাসুন্দিয়ার বিভিন্ন সরকারি ভবন এবং ল্যাম্প পোস্ট থেকে রাজনৈতিক দলগুলির ফ্ল্যাগ-পোস্টার খুলতে যান তিনি। স্বাভাবিক ভাবেই বাদ যায়নি তৃণমূলের ব্যানার-পোস্টারও।

কিন্তু আচমকাই তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে ধরে প্রশ্ন করেন, সিপিআইএম বা অন্য দলগুলি ছাড়া কেন শুধু বেছে বেছে তৃণমূলের পোস্টার-ব্যানারই খোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, সৌমেন আচার্য নিজের পরিচয়পত্রও দেখাতে পারেননি। রাস্তাতেই তাঁকে দীর্ঘক্ষণ ঘিরে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে শিবপুর থানার পুলিস। পৌছন নির্বাচন কমিশনের আধিকারিকরাও।

তাঁরা জানান, সৌমেনবাবু তাঁদেরই কর্মী। তাঁকে আজ এসডিও অফিস থেকে ওই কাজে পাঠানো হয়েছিল। গোটা ঘটনার ছবি তুলতে গিয়ে এক চিত্র সাংবাদিক তৃণমূলের কর্মী-সমর্থকদের হেনস্থার শিকার হন বলেও অভিযোগ।

.