মরশুমের শীতলতম, পৌষসংক্রান্তিতে কাঁপছে পাহাড় থেকে সাগর

আজ বছরের শীতলতম দিন। তাপমাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ডিগ্রি।

Updated By: Jan 14, 2012, 02:55 PM IST

আজ বছরের শীতলতম দিন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ডিগ্রি। তাপমাত্রার পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার পরিমান কারণেই তাপমাত্রার পারদ আরও নেমে এসেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের প্রভাব বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

.