পাহাড় ইস্যুতে নবান্নে সর্বদল বৈঠক, বয়কটের সিদ্ধান্ত জাপের

Updated By: Oct 16, 2017, 08:59 AM IST
পাহাড় ইস্যুতে নবান্নে সর্বদল বৈঠক, বয়কটের সিদ্ধান্ত জাপের

ব্যুরো: পাহাড় ইস্যুতে আজ সর্বদল বৈঠক নবান্নে। কোন পন্থায় শান্তি ফিরবে দার্জিলিংয়ে? পাহাড়ের দলগুলির সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী।   

এখনও অধরা গুরং। এই পরিস্থিতিতেই গত সপ্তাহ থেকে অশান্ত হয়ে উঠেছে পাহাড়। সেক্ষেত্রে কোন পথে শান্তি ফেরানো সম্ভব, তাই নিয়েই আজ আলোচনা হবে বৈঠকে। কথা হবে উন্নয়নের বিষয়েও।  তবে সর্বদলে যোগ দিচ্ছে না জন আন্দোলন পার্টি। কালই জানিয়ে দিয়েছেন জাপ প্রধান হরকা বাহাদুর ছেত্রী।  জিটিএ-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর গত শুক্রবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিনয় তামাং। পাহাড়ের চার পুরসভার কাজ দ্রুত শুরু করার জন্য কত অর্থ লাগবে তা বিনয় তামাঙের কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে রিপোর্টও চান তিনি। পাহাড়ে যাতে আর অশান্তি না হয়, উন্নয়ন যাতে থমকে না যায় তা নিশ্চিত করতে হবে বলে বিনয়কে জানান মুখ্যমন্ত্রী। জিটিএ কর্মীদের বেতন দ্রুত মেটানোর জন্য মুখ্যমন্ত্রীকে পাল্টা অনুরোধ জানান বিনয় তামাং। 

.