Mamata In Spain: পরিকাঠামো তৈরি, বার্সেলোনায় শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর
Mamata In Spain: শিল্পপতিদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আসুন। এখন গোটা পৃথিবী একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আমরা উন্নয়নে বিশ্বাসী। আমরা চাই গরিব মানুষ ভালো থাকুন। আমাদের বাংলায় ৯৯ শতাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় কেন বিনিয়াগ করবেন, স্পেনের বার্সেলোনায় শিল্পপতিদের সামনে তা ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে দক্ষ শ্রমিক রয়েছে, ধর্মঘট নেই, ব্যবসায় খরচ অত্যন্ত কম, বিপুল কৃষিজ সম্পদ, ভৌগলিক অবস্থান ব্য়বসার জন্য খুবই ভালো। এসব কথাই শিল্পপতিদের সামনে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-রেল ও সড়ক রোকো বেআইনি, হাইকোর্টের রায়ের পরই পিছু হঠল কুড়মিরা
মুখ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে অনেকটাই বদল গিয়েছে বাংলা। বিদ্যুতের সমস্যা নেই, ধর্মঘট নেই, পরিকাঠামোর অভাব নেই। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কোনও সমস্যা হলে আমাদের অফিসাররা রয়েছেন। সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতের সঙ্গে স্পেনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বলতে পারি পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দিচ্ছে। ইউরোপে রেনেশাঁ শুরু হয়েছিল স্পেন থেকে। স্পেন থেকেই শিল্প বিপ্লব শুরু হয়েছিল। আর ভারতে এটি শুরু হয়েছিল বাংলা থেকে। আপনাদের সংস্কৃতি, বই, সিনেমা এবং অবশ্যই আপনাদের ফুটবল আমাদের প্রিয়। আমরাও ফুটবল পাগল। আমরা রাত জেগে আপনাদের খেলা দেখি। ক্রিকেটও আমাদের প্রিয়। আমাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন। গত ২-৩ দিনে আমরা লা লিগার সঙ্গে একটা মৌ সাক্ষর করেছি। তারা আমাদের গাইড করবেন। ওঁরা আমাদের কাছে জমি চাইছিলেন পরিকাঠামো তৈরির জন্য। তার পরিবর্তে আমরা ওদের হাতে এটি তৈরি স্টেডিয়াম তুলে দিয়েছি। বেশ কয়েকজন স্প্যানিশ খেলোয়াড় আমাদের ওখানে আইএসএল খেলেন।
শিল্পপতিদের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আসুন। এখন গোটা পৃথিবী একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আমরা উন্নয়নে বিশ্বাসী। আমরা চাই গরিব মানুষ ভালো থাকুন। আমাদের বাংলায় ৯৯ শতাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের ওখানে বিনা খরচে শিক্ষা, চিকিত্সা, সাইকেল, মোবাইল, খাদ্য দেওয়া হয়। এখন আমরা সরকারি পরিষেবা মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি। আপনাদের যদি কোনও সমস্যা হয় তাহলে আমাদের অফিসারদের বলুন। আমরা ১০০টি শিল্প পার্ক তৈরি করেছি। ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি। কমপক্ষে ৯০০ এমএসএমই কাজ করছে। সেখানে কাজ করছেন সেখানে ১.৫ বিলিয়ন মানুষ। চর্ম শিল্পে ৫ মিলিয়ন মানুষ কাজ করছেন। আমাদের এয়ারপোর্ট রয়েছে, ২৬টি হেলিকপ্টার স্টেশন রয়েছে, ট্রেন-সড়ক যোগাযোগ রয়েছে। ফলে পরিবহনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।