Kasba School Student Death: 'ক্লাস টিচারের সঙ্গে খারাপ আচরণ করে মৃত পড়ুয়া'!

'পুলিস কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে'। কসবায় ছাত্রের মৃত্যুতে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, 'পরবর্তী শুনানিতে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে'।

Updated By: Sep 19, 2023, 08:34 PM IST
 Kasba School Student Death:  'ক্লাস টিচারের সঙ্গে খারাপ আচরণ করে মৃত পড়ুয়া'!

অর্ণবাংশু নিয়োগী: 'পুলিস কমিশনারকে তদন্তে নজরদারি করতে হবে'। কসবায় ছাত্রের মৃত্যুতে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, 'পরবর্তী শুনানিতে কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে'। বাজেয়াপ্ত করতে হবে সিসিটিভি ডিভাইস ও হার্ডডিস্কও। পরবর্তী শুনানি ৬ অক্টোবর।

আরও পড়ুন: Extramarital Affairs: কলকাতার রাস্তায় গায়ে আগুন স্বামীহারা মহিলার!

ঘটনাটি ঠিক কী? ৪ সেপ্টেম্বর কসবার একটি স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। কীভাবে? স্কুল কর্তৃপক্ষের দাবি, কার্নিশে হাঁটার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় ওই পড়ুয়া। এরপর গুরুতর আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

পরিবারের পাল্টা দাবি, অত উঁচু থেকে পড়লে ঘাড় সহ অন্যান্য জায়গায় আঘাত থাকবে। এক্ষেত্রে তা নেই। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত পড়ুয়ার বাবা। স্কুলের অধ্যক্ষ, সহ অধ্য়ক্ষ ও ২ শিক্ষকের বিরুদ্ধে যখন খুনের মামলা দায়ের করেছে পুলিস, তখন মামলা গড়াল আদালতে। কীভাবে? পুলিসের তদন্তে গাফিলতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ পরিবার। এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay: 'প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেওয়া হবে', সিবিআইকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিকে শুনানিতে মৃত পড়ুয়াকেই পাল্টা দোষারোপের চেষ্টা করলেন স্কুলের আইনজীবী। তিনি বলেন, 'প্রজেক্ট রিপোর্ট নিয়ে ক্লাস টিচারের সঙ্গে খারাপ আচরণ করেন করে ওই পড়ুয়া। এরপর পাঁচ তলা থেকে ঝাঁপ দেয়। সিসিটিভি ফুটেজে সবটাই ধরা আছে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.