শিশু পাচার চক্রে ধৃতদের জেরা, গ্রেফতার চিকিৎসক

Updated By: Nov 24, 2016, 02:09 PM IST
শিশু পাচার চক্রে ধৃতদের জেরা, গ্রেফতার চিকিৎসক

ওয়েব ডেস্ক: শিশু পাচার চক্র শহরে কীভাবে জাল ছড়িয়েছে, তার একটা আন্দাজ পেয়েছে CID। শিশু পাচার চক্রে ধৃতদের জেরা করে বেশ কয়েকটি নার্সিংহোমের নাম জানতে পেরেছেন গোয়েন্দারা। অন্তত চার থেকে পাঁচটি নার্সিংহোমের নাম পাওয়া গিয়েছে বলে CID সূত্রে খবর। সেই সমস্ত নার্সিংহোমগুলিকে চিহ্নিত করে সেগুলিতে হানা দেওয়া হবে। 

পাশাপাশি শিশু পাচার চক্রে জড়িত ডাক্তারদের একটি বড় তালিকাও পাওয়া গিয়েছে। সেই ডাক্তারদের বিষয়েও খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা। শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত আরজি করের প্রাক্তন চিকিৎসক ও গাইঘাটার ডাক্তার তপন বিশ্বাসের খোঁজেও তল্লাসি জারি রয়েছে। গতকালই গাইঘাটার ডাক্তার তপন বিশ্বাসের বাড়িতে হানা দেয় CID । তাঁর স্ত্রীকে ও ভাইকে আটক করে জেরা করেন গোয়েন্দারা। তল্লাসির পর সিল করে দেওয়া হয় বাড়ি। গতকাল ধৃত নার্সিংহোমের মালিকদের জিজ্ঞাসাবাদ করে রাতে গ্রেফতার করা হয় চিকিৎসক সন্তোষ কুমার সামন্ত। যশোর রোডের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সন্তোষ কুমার সামন্ত নামে ওই চিকিৎসক শ্রীকৃষ্ণ নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেও বেশ কিছু সূত্রের সন্ধান করছে CID। 

.