হলদিয়া পেট্রোকেমিক্যালের মালিকানা ফাঁড়া কাটল চ্যাটার্জি গোষ্ঠীর

হলদিয়া পেট্রোকেমিক্যালের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথে বাধা রইল না চ্যাটার্জি গোষ্ঠীর। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হলদিয়া পেট্রোকেমের ম্যানেজমেন্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।

Updated By: May 4, 2012, 07:34 PM IST

হলদিয়া পেট্রোকেমিক্যালের মালিকানা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথে বাধা রইল না চ্যাটার্জি গোষ্ঠীর। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল হলদিয়া পেট্রোকেমের ম্যানেজমেন্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জির বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয়।
হাইকোর্টের এদিনের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে হলদিয়া পেট্রোকেমের ম্যানেজমেন্ট। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল হলদিয়া পেট্রোকেমের ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণ থাকবে রাজ্য সরকারের হাতে। 

.