একবছর পরেও জমা পড়ল না NRS কাণ্ডের চার্জশিট, সাক্ষ্যই দেননি অভিযোগকারী জুনিয়র ডাক্তাররা

রোগী মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় NRS মেডিক্যাল কলেজ। গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার। নিরাপত্তার দাবিতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন।

Updated By: Jun 16, 2020, 11:38 PM IST
একবছর পরেও জমা পড়ল না NRS কাণ্ডের চার্জশিট, সাক্ষ্যই দেননি অভিযোগকারী জুনিয়র ডাক্তাররা

নিজস্ব প্রতিবেদন: এখনও পর্যন্ত সাক্ষ্য দেননি জুনিয়র ডাক্তাররা। এক বছর পরেও তাই জমা পড়ল না NRS কাণ্ডের চার্জশিট। পুলিসের অভিযোগ, সে সময় তদন্তের দাবি তোলা জুনিয়র ডাক্তাররাই এখন অসহযোগিতা করছেন।

আরও পড়ুন: COVID টেস্টের রিপোর্ট নেই এমন দেহও পুরসভার হাতেই, সংক্রমণ রুখতে সিদ্ধান্ত মেডিকেলের

রোগী মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় NRS মেডিক্যাল কলেজ। ঘটনায় গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র ডাক্তার। নিরাপত্তার দাবিতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন। NRS -এর গণ্ডি ছাড়িয়ে গোটা রাজ্যেই কার্যত ছড়িয়ে পড়ে বিক্ষোভ। কর্মবিরতির জেরে কার্যত লাটে ওঠে চিকিত্সা পরিষেবা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে শেষ পর্যন্ত কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত না মুক্ত? বিভ্রান্তিতে ডায়ালিসিস ছাড়াই এক সপ্তাহ ধরে 'ফেলে রাখা হয়েছে' মুমূর্ষু রোগীকে

তবে ১ বছর পরেও থমকে তদন্ত। জুনিয়র ডাক্তার নিগ্রহে ধৃত ৬ জন এখন জামিনে মুক্ত। তবে গোটা রাজ্যে শোরগোল ফেলা ঘটনায় চার্জাশিট তৈরি করে উঠতে পারেনি পুলিস। কার দোষে হল না চার্জশিট? এক সময় তদন্তের দাবি তোলা জুনিয়র ডাক্তারদের অসহযোগিতাকে দায়ী করছে পুলিস। বারবার বলার পরেও জুনিয়র ডাক্তাররা সাক্ষ্য দিতে আসেননি বলেই অভিযোগ। ফলে কার্যত বিশ বাঁও জলে NRS কাণ্ডের তদন্ত।

.