উপনির্বাচন ঘিরে অশান্তি বেন্টিক স্ট্রিটে, পুলিসের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ

উপনির্বাচন ঘিরে অশান্তি ছড়াল বেন্টিঙ্ক স্ট্রিটে। খোদ পুলিসেরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি-র ক্যাম্প অফিস তুলে দেওয়ার। এনিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। হেয়ার স্ট্রিট থানার ওসির বিরুদ্ধে এসিপি-র কাছে অভিযোগ করেছেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  

Updated By: Sep 13, 2014, 03:32 PM IST
উপনির্বাচন ঘিরে অশান্তি বেন্টিক স্ট্রিটে, পুলিসের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ

কলকাতা: উপনির্বাচন ঘিরে অশান্তি ছড়াল বেন্টিঙ্ক স্ট্রিটে। খোদ পুলিসেরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি-র ক্যাম্প অফিস তুলে দেওয়ার। এনিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। হেয়ার স্ট্রিট থানার ওসির বিরুদ্ধে এসিপি-র কাছে অভিযোগ করেছেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  

চৌরঙ্গির বাষট্টি নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠককে বুথে ঢুকতে বাধা তৃণমূল কাউন্সিলর ইকবাল আহমেদের। দুজনে বচসা, হাতাহাতির উপক্রম।
------
ওয়েলিংটনে মৌলানা আজাদ কলেজের বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-----
একশো বাহান্ন নম্বর বুথে কংগ্রেস এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ কং প্রার্থী সন্তোষ পাঠকের।
--------
কংগ্রেস জানে ওরা চতুর্থ স্থান পাবে। তাই আষাঢ়ে গল্প ফাঁদছে। বললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
-----
ছাতাওয়ালা গলিতে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
----
বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি তৃণমূল কর্মীদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাষট্টি নম্বর ওয়ার্ডের একটি বুথে। ওই বুথে ছাপ্পা  ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপি প্রার্থী ঘটনাস্থলে পৌছলে তাঁর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও পরে ধস্তাধস্তি হয়। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে দুপক্ষকে সরিয়ে দেয়।
-----
শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের সামনে সিপিআইএমের অফিস ভাঙচুর। বন্দুকের বাটের আঘাতে আহত দুই মহিলা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
-----
উপনির্বাচন ঘিরে অশান্তি ছড়াল বেন্টিঙ্ক স্ট্রিটে। খোদ পুলিসেরই বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিজেপি-র ক্যাম্প অফিস তুলে দেওয়ার। এনিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। হেয়ার স্ট্রিট থানার ওসির বিরুদ্ধে এসিপি-র কাছে অভিযোগ করেছেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি।  
--------
প্যারাডাইস সিনেমার সামনে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর।
--------
রফি আহমেদ কিদওয়াই রোডে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি স্কুলে দেরিতে আসায় মহিলা ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ। গেটের বাইরে বিক্ষোভ।

চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল সাতটায়। এই কেন্দ্রটি আগে ছিল তৃণমূলের দখলে। শিখা মিত্র দলছাড়ার পর ভোট হচ্ছে সেখানে। যদিও, লোকসভা ভোটে এই কেন্দ্রে দেড়হাজার ভোটে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র। লড়াই এবার চতুর্মুখী। তৃণমূলের হয়ে এই কেন্দ্রে দাঁড়িয়েছেন নয়না দাস। বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। কংগ্রেস দাঁড় করিয়েছে সন্তোষ পাঠককে। আর বামপ্রার্থী ফৈয়াজ আহমেদ খান। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতি বুথে থাকবেন দুই থেকে চারজন আধা সেনা।

বসিরহাট দক্ষিণ কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে এখনও তেমন উন্মাদনা চোখে পড়েনি। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সিপিআইএম বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভোট হচ্ছে এই কেন্দ্রে। লোকসভা ভোটে এই কেন্দ্রে তিরিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। চতুর্মুখী লড়াইয়ে এবারও ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বাম প্রার্থী মৃণাল চক্রবর্তী। কংগ্রেসের হয়ে লড়ছেন অসিত মজুমদার। প্রতি বুথে থাকছেন দুই থেকে চারজন আধাসেনা।

খেলার ময়দানের ডার্বি ও রাজনীতির ময়দানের ভোট। দুটি লড়াইকেউ সমান উপভোগ করছেন বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপেন্দু বিশ্বাস। চব্বিশ ঘণ্টায় একান্ত সাক্ষাত্‍কারে জানালেন জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

.