চোলাই মদ কাণ্ডে ফের বামফ্রন্টকে দুষলেন মুখ্যমন্ত্রী
আগের সরকারই রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে চোলাইয়ের ঠেক খোলার ব্যাপারে সরকারিভাবে মদত জুগিয়েছে। এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষমদকাণ্ডের বিরুদ্ধে জনচেতনা গড়ে তোলার উদ্দেশ্যে আজ এক পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী।
আগের সরকারই রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে চোলাইয়ের ঠেক খোলার ব্যাপারে সরকারিভাবে মদত জুগিয়েছে। এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিষমদকাণ্ডের বিরুদ্ধে জনচেতনা গড়ে তোলার উদ্দেশ্যে আজ এক পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে তিনি বলেন, বিষমদকাণ্ডের জন্য যারা দায়ী তাঁরা অবশ্যই শাস্তি পাবে। চোলাইয়ের রমরমা রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া, চোলাইয়ের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাঁদের অন্য কোনও ব্যবসায় যুক্ত করার ব্যাপারেও রাজ্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের পদযাত্রা শুরু হয়েছিল কলেজ স্ক্যোয়ার থেকে। গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় পদযাত্রা। মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।