বাইরে থেকে সেন্ট্রাল জেলের ভেতরে ছোঁড়া হল হেরোইন, মোবাইল

ওয়েব ডেস্ক: বাইরে থেকে জেলের ভেতরে ছোঁড়া হল হেরোইন, মোবাইল, মোবাইলের চার্জার। এই ঘটনা খোদ দমদম সেন্ট্রাল জেলের। নিরাপত্তারক্ষীর তত্‍পরতায় ধরা পড়ে অভিযুক্ত। আজ দুপুর বারোটা নাগাদ জেলের বাইরের পাঁচিল দিয়ে মোবাইল, চার্জার ও হেরোইন ছুঁড়ছিল দুর্গানগরের বাসিন্দা ওই যুবক। জেলের দু নম্বর টাওয়ারে থাকা  নিরাপত্তরক্ষীর নজরে আসে বিষয়টি। রক্ষীর চিত্‍কারে ছুটে আসেন পথ চলতি মানুষ। ধরা পড়ে যায় যুবক।

 

জেলের ভেতর থেকে দুটি মোবাইল ও দুটি চার্জার উদ্ধার করে পুলিস। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে দমদম থানার পুলিস। জেলে কাকে এই সব সামগ্রীর যোগান দেওয়া হচ্ছিল তা খতিয়ে দেখাছে পুলিস।

English Title: 
central jail mishap
News Source: 
Home Title: 

বাইরে থেকে সেন্ট্রাল জেলের ভেতরে ছোঁড়া হল হেরোইন, মোবাইল

বাইরে থেকে সেন্ট্রাল জেলের ভেতরে ছোঁড়া হল হেরোইন, মোবাইল
No
Is Blog?: 
No