তৃণমূলকে নির্মুল করার ডাক বাবুলের, বর্ধমান বিস্ফোরণে তৃণমূল নেতারা জড়িত বললেন বিজেপি সভাপতি-অমিত শাহ সভা LIVE
নরেন্দ্র মোদীর পর এই মুহূর্তে বিজেপি-র সবচেয়ে বড় মুখ যে সভায় উপস্থিত থাকছেন, তা নিয়ে গোটা রাজ্যের সঙ্গে তাকিয়ে থাকবে দেশও। আজকের এই সভা রাজ্য বিজেপির কাছে খুবই গুরত্বপূর্ণ।
ওয়েব ডেস্ক: অনেক জলঘোলার পর অবশেষে ধর্মতলাতেই আজ সভা করছে বিজেপি। এই সভাতে উপস্থিত থাকছেন বিজেপি সভাপতি অমিত শাহ। নরেন্দ্র মোদীর পর এই মুহূর্তে বিজেপি-র সবচেয়ে বড় মুখ যে সভায় উপস্থিত থাকছেন, তা নিয়ে গোটা রাজ্যের সঙ্গে তাকিয়ে থাকবে দেশও। আজকের এই সভা রাজ্য বিজেপির কাছে খুবই গুরত্বপূর্ণ। যেভাবে পশ্চিমবঙ্গে দলের শক্তিবৃদ্ধি পাচ্ছে, তাতে বেশ খুশি অমিত শাহ। আজ দেখার অমিতের সভায় কত লোক হয়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে বিজেপি সমর্থকরা ভিড় জমাতে শুরু করেছেন। তৈরি পুলিসও। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বিশাল পুলিস বাহিনী। গোটা ধর্মতলা চত্বর কার্যত দুর্গের চেহারা নিয়েছে। রাজ্য সরকারের শত বাধা সত্ত্বেও ধর্মতলায় আজ বিজেপির সভা হচ্ছে। সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট।এটা মানুষের জয়। ফেসবুক পোস্টে বললেন বিজেপি সভাপতি অমিত শাহ।
এর সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ আসতে শুরু করেছে। দেখে নেওয়া যাক এক নজরে-
পাড়ুই থেকে- অমিত শাহের সভায় আসার পথে বীরভূমের পাড়ুইয়ে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। গতকাল সন্ধ্যাবেলায় কলকাতায় আসার জন্য বাস ধরতে যাচ্ছিলেন রঘু মালের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী। সে সময় তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। আহত রঘু মালকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাড়ুই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
সোনারপুর- অমিত শাহের সভার প্রচারে বিজেপির পথ সভায় হামলার অভিযোগ উঠল। গতকাল সন্ধ্যায় উত্তপ্ত হয়ে উঠল সোনারপুরের কালীবাজার এলাকা। অভিযোগ এলাকায় লোডশেডিং করিয়ে প্রচার সভায় হামলা চালায় তৃণমূল কংগ্রেস। মাথা ফাটে এলাকার সক্রিয় বিজেপি কর্মী জীবন চক্রবর্তীর। আহত হন আরও বেশ কয়েকজন। রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়। আহতরা সুভাষগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন।
বিজেপি সভাপতি অমিত সাহের সভায় যোগ দিতে আসা বিজেপি সমর্থকরা রাত কাটালেন বিজেপির রাজ্য দফতরের সামনে। এছাড়াও রাতে যাঁরা ট্রেনে করে হাওড়ায় পৌছন, তাঁদের থাকার ব্যবস্থা হয় হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায়। বিজেপি কর্মীদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন হাওড়া জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, হাওড়া এবং শিয়ালদহ থেকে দুটি মিছিল আসবে ধর্মতলার সভাস্থলে। এছাড়াও বেশ কিছু ছোট মিছিল আসবে কলকাতার বিভিন্ন এলাকা থেকে।