বিজয় মিছিলের কলরবে ভাটার টান
পুলিস অনুমতি না দেওয়ায় হল না যাদবপুরের ছাত্রছাত্রীদের বিজয় মিছিল। অ্যাকাডেমির সামনেই সভা করলেন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ চার মাস ধরে চলেছে তীব্র ছাত্র আন্দোলন। এবার ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে যাদবপুর ক্যাম্পাস। আজ সেই ইঙ্গিত দিলেন ছাত্রছাত্রীরা। দীর্ঘ চার মাসের আন্দোলন।
কলকাতা: পুলিস অনুমতি না দেওয়ায় হল না যাদবপুরের ছাত্রছাত্রীদের বিজয় মিছিল। অ্যাকাডেমির সামনেই সভা করলেন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ চার মাস ধরে চলেছে তীব্র ছাত্র আন্দোলন। এবার ফের পুরনো ছন্দে ফিরতে চলেছে যাদবপুর ক্যাম্পাস। আজ সেই ইঙ্গিত দিলেন ছাত্রছাত্রীরা। দীর্ঘ চার মাসের আন্দোলন।
হোক কলবরের চাপে পদত্যাগ উপাচার্যের ।
শনিবার দুপুরে বিজয় মিছিল করার কথা ছিল ছাত্র ছাত্রীদের। তবে অ্যাকাডেমি থেকে রাজভবন পর্যন্ত মিছিল হল না।
ছাত্রছাত্রীরা পুলিসের থেকে অনুমতি না মেলার কথা বললেও মেনে নিলেন হোক কলবরে এখন ভাটার টান।
আগের মতো লাখ মানুষের জমায়েতও হয়নি শনিবার দুপুরে। তবে ছিলেন জোকা ইএসআই মেডিকেল কলেজের ছাত্ররা।
লড়াই আন্দোলন চলবে। তবে এবার অচলাবস্থা কাটিয়ে ফের ছন্দে ফিরতে চলেছে যাদবপুর । শনিবার সে বার্তাই দিলেন ছাত্রছাত্রীরা।