CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা কবে? জানাল বোর্ড

স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হবে ঐচ্ছিক বিষয়গুলোর।

Updated By: Apr 29, 2020, 11:06 PM IST
CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা কবে? জানাল বোর্ড

নিজস্ব প্রতিবেদন : দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সবরকম জল্পনা ওড়াল সিবিএসই। নিজেদের ১ এপ্রিলের সিদ্ধান্তেই স্থির রয়েছে বোর্ড। লকডাউন খুললেই ২৯টি মেজর বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এমনটাই জানিয়েছে বোর্ড। 

বোর্ড জানিয়েছে, দশম শ্রেণিতে গোটা দেশে আর কোনও মেজর বিষয়ের পরীক্ষা বাকি নেই। ব্যাতিক্রম শুধু উত্তর-পূর্ব দিল্লি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেখানে ৬টি মেজর বিষয়ের পরীক্ষা নেওয়া যায়নি। লকডাউন খুললে সেগুলি নেওয়া হবে। অন্যদিকে দ্বাদশ শ্রেণিতে গোটা দেশে ১২টি মেজর বিষয়ের পরীক্ষা বাকি আছে। সেগুলো লকডাউন খুললেই হবে। 

তবে দশম শ্রেণির ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা বাকি আছে। যদিও সেগুলোকে মেজর বিষয়ের মধ্যে ধরা হয় না। যেহেতু মেজর বিষয় ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা হবে না। সেহেতু স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ওই বিষয়গুলোর নম্বর দেওয়া হবে বলে বোর্ড আগেই জানিয়েছিল।

আরও পড়ুন, অগাস্টে খুলবে সব কলেজ, সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস! প্রস্তাব ইউজিসির

.