নজরে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা', ডেরেককে তলব করল সিবিআই

'জাগো বাংলা'র তহবিল সংক্রান্ত খুঁটিনাটি ব্যাপারে জানতে জানুয়ারিতে তোড়জোড় শুরু করেছিল সিবিআই।

Updated By: Jul 26, 2019, 09:39 PM IST
নজরে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা', ডেরেককে তলব করল সিবিআই

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের দলীয় মুখপত্র 'জাগো বাংলা'র তহবিল নিয়ে তদন্তে ডেরেক ও'ব্রায়েনকে নোটিস পাঠাল সিবিআই। ১ অগস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে খবর। এর আগে জাগো বাংলার সম্পাদক সুব্রত বক্সিকে তলব করেছিল সিবিআই। ডেরেকের অভিযোগ, সংসদে তথ্যের অধিকার সংশোধনী বিলের বিরোধিতা করার জেরেই নোটিস। 

জাগো বাংলার প্রকাশক ডেরেক ও' ব্রায়েন। ২৫ জুলাই অর্থাত্ গতকাল তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে জানান রাজ্যসভায় তৃণমূলের দলনেতা। ডেরেক অভিযোগ, রাজ্য সভায় আরটিআই আইনের সংশোধনী বিল নিয়ে বিরোধিতা করেছিল তৃণমূল। সে কারণেই পাঠানো হল নোটিস। সিবিআই তলবকে রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে অভিযোগ করেছে তৃণমূল শিবির। 

'জাগো বাংলা'র তহবিল সংক্রান্ত খুঁটিনাটি ব্যাপারে জানতে জানুয়ারিতে তোড়জোড় শুরু করেছিল সিবিআই। ওই মুখপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন স্বাক্ষরকারীর একজন মানিক মজুমদারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। তার আগে গতবছর ডিসেম্বরে  মুখ্যমন্ত্রীর বাড়ি ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নোটিস পাঠিয়েছিল সিবিআই। ওই নোটিসে মানিক মজুমদার, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা জাগো বাংলার সম্পাদক সুব্রত বক্সি ও জাগো বাংলার প্রকাশক তথারাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। সিবিআই-কে দলীয় মুখপত্রের তহবিল সংক্রান্ত সমস্ত নথিপত্রও দিয়েছেন সুব্রত বক্সি। 

আরও পড়ুন- ধোনিকে নিরাপত্তা দেবে না সেনা, উনিই দেশকে সুরক্ষা দিতে সক্ষম: সেনাপ্রধান

 

.