নারদকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে, দাবি সিবিআইয়ের
ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে। এবার এমনই দাবি করা হল সিবিআই সূত্র থেকে। ম্যাথিউর একটি ক্লোজ ইমেল আইডি থেকে এই প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই সূত্রের। গোয়েন্দারা বলছেন, এই তথ্যগুলি তদন্তে দারুণ সাহায্য করবে। সিবিআই সূত্রে দাবি, ২০১৪য় স্টিং অপারেশনের আগে একটি ইমেল অ্যাকাউন্ট খোলেন ম্যাথিউ। সিবিআই সূত্রে দাবি, সেখানেই টাকা নিয়ে সুবিধা দেওয়ার কথা হয় ম্যাথিউ ও অভিযুক্তের মধ্যে।
আরও পড়ুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৩-৪দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
সেই সংক্রান্ত কথোপকথন ও চ্যাটের ডিজিট্যাল কপিই গোয়েন্দাদের হাতে এসেছে। ডিসেম্বরে ইমেল অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট করে দেন ম্যাথিউ।
আরও পড়ুন কাটোয়ায় মহুয়া খুনে, স্বামী উজ্জ্বলভাস্করকে পুলিস হেফাজত ও শাশুড়িকে জেল হেফাজতের নির্দেশ