জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে জেরা করছে সিবিআই

সারদা কেলেঙ্কারির তদন্তে জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে জেরা করছে সিবিআই।

Updated By: Aug 27, 2014, 04:19 PM IST
জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে জেরা করছে সিবিআই

ওয়েব ডেস্ক: সারদা কেলেঙ্কারির তদন্তে জেনাইটিস কর্তা শান্তনু ঘোষকে জেরা করছে সিবিআই। ২০১০ সালে শান্তনু ঘোষের থেকে চ্যানেল টেন কিনেছিলেন সুদীপ্ত সেন। জেনাইটিসের গ্লোবাল অটোমোবাইলসের বাইক কারখানাও শান্তনু ঘোষের থেকে কিনে নেন তিনি।

সাতটি ব্যাঙ্কে ১৮৯ কোটি টাকার ঋণ ছিল গ্লোবাল অটোমোবাইলসের। তদন্তকারীদের কাছে সুদীপ্ত সেনের দাবি, সেই টাকার একাংশ শোধ করেছিলেন তিনি। পরে সুদীপ্ত সেন দুকোটি টাকায় চ্যানেল টেন বিক্রি করেন। গ্লোবাল অটো মোবাইল বিক্রি করেন ৫৪ কোটি টাকায়। চ্যানেল টেন ও গ্লোবাল অটো মোবাইলকে সামনে রেখে যে টাকা খাটানো হয়েছিল, ইডির তদন্তে আগেই তা উঠে এসেছে। আমানতকারীদের টাকা তছরুপে দুটি ব্র্যান্ডকে কাজে লাগানো হয়েছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

সিবিআইয়ের সন্দেহ, পুরো টাকা কীভাবে বিভিন্ন জায়গায় সরানো হয়েছে, শান্তনু ঘোষ তা জানেন। সুদীপ্ত সেনের সঙ্গে আঁতাতে তিনি কতটা লাভবান হয়েছেন, টাকা আত্মসাত্‍ করেছেন কি না, এসব প্রশ্নের উত্তর পেতেই শান্তনুকে জেরা করছে সিবিআই।

.