নারদ তদন্তে তত্‍পর CBI, খতিয়ে দেখল দুই মন্ত্রীর অডিও ক্লিপ

নারদ তদন্তে তত্পর CBI। আজ সকাল পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে ২১টি ফাইল। ২ ঘণ্টার অডিও কথোপকথনের ট্রান্সক্রিপশন করা হয়েছে। সূত্রের খবর, ২ মন্ত্রীর সঙ্গে কথোপকথন রয়েছে ওই অডিও ক্লিপে। CBI আশাবাদী, আজই সব ফাইল খতিয়ে দেখতে পারবে তারা। আদালতের নির্দেশ ৭২ ঘণ্টার মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে।

Updated By: Mar 19, 2017, 01:11 PM IST
নারদ তদন্তে তত্‍পর CBI, খতিয়ে দেখল দুই মন্ত্রীর অডিও ক্লিপ

ওয়েব ডেস্ক : নারদ তদন্তে তত্পর CBI। আজ সকাল পর্যন্ত খতিয়ে দেখা হয়েছে ২১টি ফাইল। ২ ঘণ্টার অডিও কথোপকথনের ট্রান্সক্রিপশন করা হয়েছে। সূত্রের খবর, ২ মন্ত্রীর সঙ্গে কথোপকথন রয়েছে ওই অডিও ক্লিপে। CBI আশাবাদী, আজই সব ফাইল খতিয়ে দেখতে পারবে তারা। আদালতের নির্দেশ ৭২ ঘণ্টার মধ্যেই প্রাথমিক তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন- নারদ মামলায় দুই আবেদনকারীকে তলব CBI-এর

নারদ মামলায় প্রাথমিক তদন্তের কাজ গতকালই শুরু করেছে CBI। তারই অঙ্গ হিসেবে আজ মামলার দুই আবেদনকারী অমিতাভ চক্রবর্তী ও ব্রজেশ ঝাকে নিজাম প্যালেসে তলব করেছেন গোয়েন্দারা। অন্যদিকে আজই CBI ১২টি প্রশ্নের জবাব চেয়ে পাঠিয়েছে বলে দাবি করেছেন ম্যাথু স্যামুয়েল।

.