Babul Supriyo: বাবুলের প্রাক্তন PA-র বিরুদ্ধে FIR করল CBI, মোদী-শাহ-কে তোপ তৃণমূল বিধায়কের

EPIL টেন্ডার দুর্নীতি মামলায় FIR করল সিবিআই (CBI)। বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রাক্তন PA-র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। 

Updated By: May 9, 2022, 05:06 PM IST
Babul Supriyo: বাবুলের প্রাক্তন PA-র বিরুদ্ধে FIR করল CBI, মোদী-শাহ-কে তোপ তৃণমূল বিধায়কের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রাক্তন PA সুশান্ত মল্লিকের নামে FIR। EPIL টেন্ডার দুর্নীতি মামলায় FIR করল সিবিআই (CBI)। তার নামে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। "CBI-কে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে", কেন্দ্রকে তোপ তৃণমূল (TMC) বিধায়কের। 

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) PA ছিলেন সুশান্ত মল্লিক। যদিও পরে তাঁকে পদ থেকে সরিয়ে দেন প্রাক্তন বিজেপি নেতা। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে FIR দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুশান্ত মল্লিকের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে FIR দায়ের করা হয়েছে। 

এই বিষয়ে Zee ২৪ ঘণ্টাকে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, "CBI-কে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছেন অমিত শাহ-মোদী। আমি তো আগেই বলেছিলাম, জনৈক এক বিধায়ক হাতে-পায়ে ধরছেন, যাতে বাবুলের বিরুদ্ধে কিছু একটা তদন্ত শুরু করা হক। আসানসোলের ভোটের সময়ও ওখানে গিয়ে আমার একজম কর্মীর নাম উল্লেখ করেছেন। এখানে দেখছি ২০১৬-১৭-র একটা কোনও কেস সেটা নিয়ে প্রায় পাঁচ-ছ'বছর বাদে মামলা হচ্ছে। সুশান্ত মল্লিক আমার আপ্ত সহায়ক ছিলেন এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে ছিলেন। আমার নামটা ইচ্ছে করেই ওখানে উল্লেখ করা হয়েছে।"

.