Mamata on Nobel Prize: নোবেল চুরি বড় অসম্মানের: মমতা, CBI-এর থেকে তদন্ত ফেরাতে চান মুখ্যমন্ত্রী
নোবেল চুরির তদন্ত এবার সিআইডিকে (CID)-কে দিয়ে করাতে চায় রাজ্য সরকার। তাই ফের কেন্দ্রকে চিঠি দেওয়ার ভাবনা রাজ্যের।
নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র জয়ন্তীতে (Rabindra Jayanti 2022) ক্যাথিড্রাল রোডে রাজ্য সরকারের 'কবি প্রণাম' অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল আজও উদ্ধার না হওয়ায় উষ্মাপ্রকাশ করলেন মখ্যমন্ত্রী।
বিশ্বকবির নোবেল চুরি যাওয়ার পর ১৮ বছর অতিক্রান্ত। এই বিষয়ে 'কবি প্রণাম' অনুষ্ঠান থেকে সোমবার মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee) বলেন, "এখনও আমার দুঃখ হয়, তাঁর নোবেল প্রাইজ আজও উদ্ধার হয়নি। এটা বামফ্রন্ট আমলের ঘটনা। তদন্তটা সিবিআইকে করতে দিয়েছিল, ওরা হয়তো কেসটা ক্লোজ করে দিয়েছে। এটা আমাদের বড় অসম্মান। বড় গায়ে লাগে। এত বড় একটা জিনিস প্রথম আমরা পেলাম। সেটা কেউ নিয়ে নিল। কিন্তু, মনে রাখবেন একটা নোবেল প্রাইজ চলে গেলেও রবীন্দ্রনাথকে ভোলা যায় না। নোবেল আমাদের মনে গেঁথে দিয়ে গিয়েছেন।"
নবান্ন সূত্রে খবর, নোবেল চুরির তদন্ত এবার সিআইডিকে (CID)-কে দিয়ে করাতে চায় রাজ্য সরকার। তাই ফের কেন্দ্রকে চিঠি দেওয়ার ভাবনা রাজ্যের। ২০০৪ সালে নোবেল হারিয়ে যাওয়ার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই (CBI)-কে তদন্ত করতে দেন। কিন্তু আজও নোবেল খুঁজে পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), মুখ্যমন্ত্রী হওয়ার পর দু'বার DOPT(Department Of Personnel And Training)-কে চিঠি লেখেন। তদন্ত সিবিআই-এর থেকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন।
কিন্তু ২০১৭ সালে স্বরাষ্ট্র দফতরকে DOPT জানিয়ে দেয় যে, তারা সিবিআই-এর হাত থেকে তদন্ত ফেরাতে রাজি নয়। এবার ফের চিঠি দিয়ে তদন্ত নিজেদের হাতে চাইবে রাজ্য। মুখ্যমন্ত্রী চান তদন্ত করুক সিআইডি (CID)।