ওয়েব ডেস্ক: এবারে সারদা কাণ্ডে বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে নোটিস পাঠালো সিবিআই। আগামী ৯ অক্টোবর তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।  নিউটাউনে শুভাপ্রসন্নর আর্ট গ্যালারির জমি কেনায় সারদার তরফে অর্থ বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে শুভাপ্রসন্নকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  সারদা কাণ্ডের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের হাত বদল নিয়েও শুভাপ্রসন্নকে জিজ্ঞাস করতে পারেন গোয়েন্দারা।

এদিকে, ফের বিস্ফোরক আসিফ খান। নিজাম প্যালেস ছাড়াও সুদীপ্ত সেন ফেরার থাকার সময়ও মুকুল রায়, রজত রমজুমদারের মতো তৃণমূল নেতারা অন্যত্র বৈঠক করেছিলেন। ২০১৩-র পয়লা বৈশাখ মারকুইস স্ট্রিটে কলম পত্রিকার অফিসে ডাকা সেই বৈঠকে ছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুও। বৈঠকটি ডেকেছিলেন সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমিনুদ্দিন সিদ্দিকি।

সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ২নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু সেন। আসিফ খানের দাবি, সুদীপ্ত সেন ফেরার থাকায়, সারদা মিডিয়াকে কিভাবে বাঁচানো যায় তার রূপরেখা ঠিক করাই বৈঠকের উদ্দেশ্য বলা হয়েছিল।

English Title: 
cbi calls Subhaprasanna
News Source: 
Home Title: 

চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে নোটিস পাঠালো সিবিআই, ৯ অক্টোবর তলব সিজিও কমপ্লেক্সে

চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে নোটিস পাঠালো সিবিআই, ৯ অক্টোবর তলব সিজিও কমপ্লেক্সে
Yes
Is Blog?: 
No