হদিশ নেই হাইকোর্টে মামলার ফাইলের, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্টে।

Updated By: Dec 3, 2021, 06:15 PM IST
হদিশ নেই হাইকোর্টে মামলার ফাইলের, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: খোঁজ নেই ফাইলের। শুনানির দিন ধার্য হয়েছে অথচ মামলার ফাইল আসেনি এজলাসে। ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্টে। ২০১২ সালে কল্লোল গুহ ঠাকুরতা ফরেনসিক পরীক্ষার বিলম্ব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন। ফাইল খুঁজে না পাওয়ায় সেই মামলার শুনানি পর পর দুদিন বাতিল হয়ে যায়। 

ফাইল কোথায় গেল সে বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হল রেজিষ্টার জেনারেলকে। নির্দেশ দিয়েছেন এজলাসের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শুক্রবার পুনরায় শুনানির দিন থাকলেও কোর্ট মাস্টার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে জানায় আজও ফাইল পাওয়া যাচ্ছে না। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ বিভাগীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন, বিচার ব্যবস্থায় ফিরছে আস্থা, 'হিরো' বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, কোর্ট মাস্টারই শুনানির সময় ফাইল এবং সমস্ত নথি আদালতের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এদিন কোর্ট মাস্টারই জানিয়েছেন ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.