Shanghai Ranking-এ শ্রেষ্ঠত্বের শিরোপা CU-র, প্রথম দশে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়

 'নিঃসন্দেহে গর্বের মুহুর্ত', প্রতিক্রিয়া উপাচার্য সোনালী চক্রবর্তীর।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Apr 2, 2021, 08:52 PM IST
Shanghai Ranking-এ শ্রেষ্ঠত্বের শিরোপা CU-র, প্রথম দশে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন: মেধার বিচারে প্রথম, আর দেশের মধ্যে তৃতীয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (CU) মুকুটে নয়া পালক। প্রথম দশে নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। 'নিঃসন্দেহে গর্বের মুহুর্ত', প্রতিক্রিয়া উপাচার্য সোনালী চক্রবর্তীর। টুইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, গবেষক-সহ সকলকেই অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা Academic Ranking of World Universities। গোটা বিশ্বে উচ্চশিক্ষাগুলিকেই নিজেদের সমীক্ষার আওতায় আনে এই সংস্থা। তাদের প্রকাশিত ক্রমতালিকাটি 'সাংহাই র‌্যাঙ্কিং' নামে সমধিক পরিচিত। সেই তালিকায় এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (CU)। 'সাংহাই র‌্যাঙ্কিং ২০২০'-তে  দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে মেধা বিচারে সবার আগে CU। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়? তালিকায় প্রথম দশে নাম নেই। 

 

 

 

আরও পড়ুন: লেনিন সরণিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে এই সাফল্যে 'গর্বিত' উপাচার্য সোনালী চক্রবর্তী। বললেন, 'নিঃসন্দেহের গর্বের মুহুর্ত। অধ্যাপক-অধ্যাপিকাদের গবেষণা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল। খুবই গর্ব অনুভব করছি। সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাচ্ছি'। তাঁর কথায়, 'বিশ্বের সুপ্রাচীন একটি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এর অতীত গর্ব করার মতোই, তবে বর্তমানটাও যে খুবই গর্বের সেটাই প্রতিষ্ঠিত হল। জেনে ভালো লাগছে যে, আমরা অতীত ঐতিহ্যকে সামনে রেখে এগিয়ে চলতে পারছি'। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ, মেডিক্যাল কলেজগুলিতেও চালু হচ্ছে কোভিড ওয়ার্ড

.