KMC Election 2021: 'সমস্ত সিসিটিভি সংরক্ষণ করতে হবে', কমিশনকে নির্দেশ হাইকোর্টের

পুরভোটে 'সন্ত্রাস', হাইকোর্টে বাম-বিজেপি।

Updated By: Dec 24, 2021, 10:09 PM IST
KMC Election 2021: 'সমস্ত সিসিটিভি সংরক্ষণ করতে হবে', কমিশনকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় পুরভোটে (KMC Election 2021) 'অশান্তি'। বিরোধীদের পুনর্নির্বাচনের দাবি যখন খারিজ করে দিয়েছে কমিশন, তখন ভোটে ব্যবহৃত সমস্ত সিসিটিভি (CCTV) সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকী, সংরক্ষণ করতে হবে প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভোটারদের সই ও হাতের ছাপও।

পুরভোটে (KMC Election 2021) রক্ত ঝরেছে কলকাতায়। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। বাদ যায়নি বুথে এজেন্টকে বসতে না দেওয়া, ধাক্কাধাক্কি-মারধর-হুমকির অভিযোগও। 'পোশাক ছিঁড়ে দেওয়া' হয় খোদ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। এলএলএ হস্টেলে 'তালাবন্দি' থাকতে গিয়ে একদল বিজেপি বিধায়ককেও। বিকেলে সল্টলেকে নিজের বাড়ি বিজেপির ২০ জন বিধায়ককে নিয়ে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তখন তাঁর বাড়ি ঘিরে ফেলে পুলিস। প্রায় ঘণ্টা তিনেক পর ওঠে পুলিসের ঘেরাটোপ।

আরও পড়ুন:  Abortion case in Kolkata High Court: ধর্ষণে 'গর্ভবতী' নাবালিকা! হাইকোর্টের দ্বারস্থ বিধ্বস্ত বাবা-মা, সম্মতি মিললেই গর্ভপাত

সন্ধ্যায় পুরভোট নিয়ে নালিশ জানাতে রাজভবনে পৌঁছন শুভেন্দু। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজ্য নির্বাচন কমিশনের কাছে পুরভোটে (KMC Election 2021) রিগিং-র অভিযোগ করলেন বিরোধী দলনেতা। কমিশনের অফিস থেকে বেরিয়ে বলেন, 'আমরা কমিশনকে বলেছি, যদি দম থাকে তাহলে ভোট বাতিল করে পুর্ননির্বাচন করুন। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ধুলো মিশিয়ে দিয়েছেন'। যদিও ভোটের ফলপ্রকাশ হয়, সেদিন রাতেই পুর্ননির্বাচনের দাবি খারিজ করে দেয় কমিশন।

আরও পড়ুন: Jagdeep Dhankar: আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা, জানালেন Bratya Basu

তাহলে? কলকাতা পুরভোটে সন্ত্রাসের আলাদাভাবে কলকাতা হাইকোর্টের মামলা করেছে CPM ও BJP। সেই মামলা শুনানিতে এবার কমিশনকে কড়া বার্তা দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, আগামী পুরভোটেও ঠিকমতো সিসিটিভি লাগাতে হবে। ভোটের পর সংরক্ষণ করাই শুধু নয়, প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা অডিটও করাতে হবে কমিশনকে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.