LIVE UPDATE: রাজ্যের শিল্পের উন্নয়নের স্বার্থে পাশে আছে কেন্দ্র, শিল্পসম্মেলনে মন্তব্য জেটলির

অরুণ জেটলি বার্তা:

Updated By: Jan 7, 2015, 12:42 PM IST
LIVE UPDATE: রাজ্যের শিল্পের উন্নয়নের স্বার্থে পাশে আছে কেন্দ্র, শিল্পসম্মেলনে মন্তব্য জেটলির

কলকাতা: অরুণ জেটলি বার্তা:

বানিজ্য সম্মেলনে অরুণ জেটলি

বিনিয়োগ হলে রাজস্ব বাড়বে

রাজ্যের শিল্পের ঐতিহ্য রয়েছে

ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতা

দঃ পূঃ এশিয়ার প্রদেশদ্বার এই শহর

এক সময় শিল্পের ভরকেন্দ্র ছিল এই রাজ্য     

দুর্ভাগ্যজনকভাবে তা বেশ কিছুদিন সরে গিয়েছে

পুরনো অবস্থানে ফিরিয়ে আনতে হবে রাজ্যকে

এই রাজ্য সবকিছুই আছে

শিল্পপতিরা যেখানে স্বচ্ছন্দ মনে করবেন, যাবেন

শুধু হাইওয়ে নয়, শুধু বন্দর নয়

আরও শিল্প তৈরি করতে হবে

এমন শহর যা শিল্পপতিদের আকৃষ্ট করবে

কেন্দ্র সর্বশক্তি দিয়ে রাজ্যের পাশে দাঁড়াবে

বাণিজ্য সম্মেলনে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী

শিল্পপতিরা রাজ্যকে নিজের বাড়ি ভাবে

অন্য রাজ্যের শিল্পপতিরাও আসুন

লগ্নির জন্য এই রাজ্যকেই বাছুন

লগ্নির ল্যান্ড ব্যাঙ্ক তৈরি আছে

বিদ্যুৎ এখানে উদ্বৃত্ত আছে

পরিকাঠামোর কোনও অভাব নেই এখানে

শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর

মাঝারি ও ক্ষুদ্র শিল্পপতি ইতিমধ্যেই ঘোষিত

যৌথ উদ্যোগে অনেক প্রকল্প চলছে

পর্যটনেও অনেক সুযোগ রয়েছে কাজ করার

সাংস্কৃতিক পর্যটনের সুযোগ আছে

শিল্প ও স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট সুযোগ রয়েছে

রাজ্যের মানুষের অভাব নেই এখানে

শিল্প সম্মেলনে বার্তা মুখ্যমন্ত্রীর

.