বাস বন্ধের জেরে নাজেহাল যাত্রীরা

ফের সঙ্কটে বেসরকারি বাস পরিবহণ। পুজোয় বোনাসের দাবিতে আজ ১৩ নম্বর রুটের সব বাস বন্ধ রেখেছেন বাসকর্মীরা। ১৩, ১৩ এ, ১৩ বি, ১৩ সি এবং ১৩ ডি মিলিয়ে মোট ৭০ বাস চলে ওই রুটে। পর্ণশ্রী থেকে ওইসব বাসে প্রতিদিন গড়ে ৭ হাজার যাত্রী যাতায়াত করেন। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Updated By: Oct 18, 2012, 02:26 PM IST

ফের সঙ্কটে বেসরকারি বাস পরিবহণ। পুজোয় বোনাসের দাবিতে আজ ১৩ নম্বর রুটের সব বাস বন্ধ রেখেছেন বাসকর্মীরা। ১৩, ১৩ এ, ১৩ বি, ১৩ সি এবং ১৩ ডি মিলিয়ে মোট ৭০ বাস চলে ওই রুটে। পর্ণশ্রী থেকে ওইসব বাসে প্রতিদিন গড়ে ৭ হাজার যাত্রী যাতায়াত করেন। আচমকা বাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ভাড়া বৃদ্ধি না হওয়ায় অসন্তোষের জেরে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা বেশ কম। ধর্মঘটের পথে না হেঁটে রাস্তায় কম বাস চলাবার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। তার ফলে এই উৎসবের মরসুমে নাভিশ্বাস উঠছে নিত্য যাত্রীদের। এর মধ্যেই ১৩ রুটের বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বেহালা, পর্ণশ্রী সহ দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জন।

.