ভাড়া বৃদ্ধির দাবিতে আজ মেট্রো চ্যানেলে অনশনে বাস মালিকরা
ভাড়া বৃদ্ধির দাবিতে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলে বারো ঘণ্টার প্রতীকি অনশনে বসছে বাস মালিকদের পাঁচটি সংগঠন। ২০১২ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১৮ বার ডিজেলের দাম বেড়েছে। অথচ প্রত্যাশামাফিক ভাড়া বাড়ানো হয়নি বলে অভিযোগ বাসমালিকদের।
ভাড়া বৃদ্ধির দাবিতে আজ ধর্মতলার মেট্রো চ্যানেলে বারো ঘণ্টার প্রতীকি অনশনে বসছে বাস মালিকদের পাঁচটি সংগঠন। ২০১২ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ১৮ বার ডিজেলের দাম বেড়েছে। অথচ প্রত্যাশামাফিক ভাড়া বাড়ানো হয়নি বলে অভিযোগ বাসমালিকদের।
ভাড়া বৃদ্ধির দাবিতে গত দেড় বছরে তিন বার ধর্মঘটে সামিল হয়েছেন বাস মালিকরা। তাঁদের দাবি, পরিবহণ মন্ত্রীকেও এই প্রসঙ্গে বারবার চিঠি দিয়ে ও আলোচনায় বসেও কোনও ফল পাওয়া যায়নি। ফলে এবার বাধ্য হয়েই এই কর্মসূচি বলে জানিয়েছে বাসমালিক সংগঠন। এবিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও বৃহত্তর কর্মসূচির কথাও ভাবছে সংগঠনগুলি।