মৌলালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু, ক্ষিপ্ত জনতা পোড়াল আটটি বাস

লেনিন সরণিতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর প্রতিবাদে আটটি বাসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। মৌলালির তালতলা বাসস্টপের কাছে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল দশটা চল্লিশ নাগাদ এক মহিলাকে চাপা দেয় থ্রিডি/ওয়ান (3D/1) রুটের একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

Updated By: Mar 15, 2014, 03:34 PM IST

লেনিন সরণিতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর প্রতিবাদে আটটি বাসে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। মৌলালির তালতলা বাসস্টপের কাছে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল দশটা চল্লিশ নাগাদ এক মহিলাকে চাপা দেয় থ্রিডি/ওয়ান (3D/1) রুটের একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

দুর্ঘটনার পরই ক্ষিপ্ত জনতা বাস ভাঙচুর চালান। ৪৫ মিনিটের মত অবরূদ্ধ থাকে লেনিন সরণি৷ মহাসমস্যায় পড়েন যাত্রীরা৷ পরে তালতলা থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও, ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মণ্ডলের দাবি, ভাঙচুরের ঘটনাই ঘটেনি।

ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর পলাতক৷ বাসটিকে আটক করা হয়েছে।

.