সস্ত্রীক করোনা আক্রান্ত Buddhadeb Bhattacharya, হাসপাতালে ভর্তি জায়া মীরা

২০১৯ সালে লোকসভা ভোটে শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। 

Updated By: May 19, 2021, 01:05 AM IST
সস্ত্রীক করোনা আক্রান্ত Buddhadeb Bhattacharya, হাসপাতালে ভর্তি জায়া মীরা

নিজস্ব প্রতিবেদন: কোভিড আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাঁর স্ত্রী মীরাও করোনা পজিটিভ। তাঁকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharya) শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিলই। তাঁর অক্সিজেন স্যাচুরেশন নেমে গিয়েছে ৮৪-তে।        

করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিতে বলেছেন চিকিৎসকরা।  

দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ২০১৯ সালে লোকসভা ভোটে শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও বাড়িতেই থেকেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ভোট দিতে গিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ও মেয়ে সুচেতনা। চলতি বছর সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশেও যাননি বুদ্ধদেব ভট্টাচার্য। তবে আগের দিন সভার সাফল্য কামনা করে কর্মী-সমর্থকদের উদ্দেশে পাঠিয়েছিলেন লিখিত বার্তা।   

আরও পড়ুন- নারদকাণ্ডে সিবিআই চার্জশিটের শিরোনামেই BJP নেতা Mukul Roy

     

.