স্থিতিশীল মীরা, হাসপাতালে ভর্তি হতে আপত্তি বুদ্ধদেবের, করোনা আক্রান্ত নন সুচেতনা

বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে করোনা আক্রান্ত মীরা ভট্টাচার্যের। 

Updated By: May 19, 2021, 03:28 PM IST
স্থিতিশীল মীরা, হাসপাতালে ভর্তি হতে আপত্তি বুদ্ধদেবের, করোনা আক্রান্ত নন সুচেতনা

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হতে চাইছেন না বুদ্ধদেব ভট্টাচার্য। সব কিছু ঠিক থাকলে আগামিকাল তাঁকে ভর্তি করা হতে পারে বলে খবর। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধ-জায়া মীরা ভট্টাচার্য। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে সুচেতনার করোনা আক্রান্ত হওয়ার খবর সঠিক নয়। 

করোনা আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হবেন না বলে জানিয়ে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য । পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই রয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন ৯৬%। তাঁর সহায়ক তপনবাবুও করোনা আক্রান্ত। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৮%। তবে বুদ্ধদেব ভট্টাচার্যকে বোঝানোর চেষ্টা চলছে। আগামিকাল তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে খবর। 

বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে করোনা আক্রান্ত মীরা ভট্টাচার্যের। তাঁর চিকিৎসার দায়িত্ব রয়েছেন ডাক্তার কৌশিক চক্রবর্তী ও ধ্রুব ভট্টাচার্য। মীরা ভট্টাচার্যের গায়ে ব্যথা। শ্বাসজনিত সমস্যা আগে থেকেই ছিল। আপাতত মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৮%। পরীক্ষায় ফুসফুসে বড় কোনও সমস্যা ধরা পড়েনি। রক্ত পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও অন্যান্য পথ্য দেওয়া হয়েছে বুদ্ধ-জায়াকে।   

বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুস্থ সুচেতনা কোভিড আক্রান্ত হননি। Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা জানান,''আমরা কোভিড হয়নি। করোনা পরীক্ষাও করাইনি। দীর্ঘদিন যাবৎ পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থাকি না।''

আরও পড়ুুন- দায়সারা নির্দেশ নিম্ন আদালতের, সঙ্গত কারণে হাইকোর্টে গিয়েছে সিবিআই: Bikash
   

.